Home> বিনোদন
Advertisement

স্টারডম পছন্দ করেন না, বললেন সলমন খান

বলিউড ভাইজান সলমন খান আদতে সুপারস্টার হলেও তিনি নিজে সাধারণের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন। সেলিব্রিটি সেলিব্রিটি ভাব একেবারেই পছন্দ করেন না তিনি। জানালেন নিজেই।

স্টারডম পছন্দ করেন না, বললেন সলমন খান

ওয়েব ডেস্ক: বলিউড ভাইজান সলমন খান আদতে সুপারস্টার হলেও তিনি নিজে সাধারণের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন। সেলিব্রিটি সেলিব্রিটি ভাব একেবারেই পছন্দ করেন না তিনি। জানালেন নিজেই।

এই প্রসঙ্গে সলমন খান বললেন, ‘আমি প্রতি মুহূর্তে বাঁচি। অভিনেতা হিসেবে অভিনয় করাটা আমার পেশা, আমার কাজ। ক্যামেরা , মেকআপ , লাইটের সামনে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য অভিনয় করি। একেই সবাই স্টারডম বলে। কিন্তু আমি বলি না।’

সম্প্রতি বিইং হিউম্যান ব্র্যান্ডের ই-সাইকেল লঞ্চ করেছেন দাবাং খান। জানালেন, টিউবলাইটে একজন সাদামাটা ছেলের ভূমিকায় অভিনয় করাটা কতটা কঠিন ছিল।

এবার বায়োপিকে অভিনয় করতে চলেছেন হৃত্ত্বিক রোশনও! তাও আবার গণিতজ্ঞের

Read More