Home> বিনোদন
Advertisement

জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো

গ্য়ালাক্সির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন সলমন খান 

জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: ২৭ ডিসেম্বর ৫৪-তে পড়লেন সলমন খান৷ (Bollywood) বলিউড তারকার জন্মদিনে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যেন ভক্তদের প্লাবন বয়ে যায়৷ গ্যালাক্সির বারান্দায় দাঁড়িয়ে সলমন যখন (Fans) ভক্তদের উদ্দেশে হাত নাড়াতে শুরু করেন, তখন আচমকাই তাঁর চোখ থেকে জল গড়াতে শুরু করে৷ 

আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছেলের সঙ্গে দূরত্বই কি মৃত্যুর দিকে ঠেলে দেয় কুশল পঞ্জবিকে?
জন্মদিনে গ্যালাক্সির বারান্দায় মিনিটখানেক দাঁড়িয়েছিলেন (Salman Khan) সলমন খান৷ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য তাঁর হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হন৷ ভক্তদের ভালবাসা দেখে আচমকাই কেঁদে ফেলেন সলমন খান৷ 
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ফের মামা হন সলমন খান৷ দাদার জন্মদিনেই বোন (Arpita Khan Sharma) অর্পিতা খান শর্মা জনেম দেন তাঁর দ্বিতীয় সন্তানের৷ ফলে ২৭ ডিসেম্বর খান বাড়িতে এখন 'ডবল ধামাকা' হবে বলেই মনে করছে বি টাউন৷

আরও পড়ুন : মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন জামাই, করছেন মানহানির মামলা
এদিকে (Dabangg 3) দাবাং থ্রি-র মুক্তির পর বর্তমানে রাধে-র শ্যুটিং শুরু করেছেন সলমন খান৷ এই সিনেমায় দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি৷ তবে দাবাং থ্রি বক্স অফিসে সেভাবে সাফল্য না পাওয়ায়, সলমন খান প্রোডাকশনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে৷ তবে দেশ জুড়ে (CAA) নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার জেরেই দাবাং থ্রি সাফল্যের মুখ দেখতে পায়নি বলে মনে করা হচ্ছে৷

Read More