Home> বিনোদন
Advertisement

ফের মা হলেন সমীরা রেড্ডী

দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী সমীরা রেড্ডী।

ফের মা হলেন সমীরা রেড্ডী

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী সমীরা রেড্ডী। ১২ জুলাই, শুক্রবার সকালে মুম্বইয়ের বিমস্ মাল্টিস্পেশালিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এইদিন নিজের ইনস্টাগ্রাম পেজে নিজেই মেয়ের ছবি শেয়ার করেছেন সমীরা। লিখেছেন, "আজ সকালে আমার জীবনে এসেছে আমার মেয়ে। আমার ছোট্ট পরী! সবার ভালবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।" 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Our little angel came this morning My Baby girl ! Thank you for all the love and blessings #blessed

A post shared by Sameera Reddy (@reddysameera) on

আরও পড়ুন: বিবাহ-বিচ্ছেদের পথে ববি ডার্লিং

অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন সমীরা। তাঁর 'মেটারনিটি ফটোশ্যুট'-এর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সমীরা বলেছিলেন এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি। কিছুদিন আগে সাধ খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

fallbacks

fallbacks

আরও পড়ুন: আলিয়া গর্ভে থাকাকালীনও অত্যাধিক ধূমপান করেছিলেন, স্বীকার করলেন সোনি

২০১৪ সালে 'ভারদেঞ্চি'র মালিক অক্ষয় ভার্দের সঙ্গে সাত পাকে বাঁধা পরেন সমীরা। ২০১৫ সালে তাঁদের প্রথম সন্তান হান্সের জন্ম হয়। এর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রথম সন্তানের জন্মের পর তাঁর ওজন খুব বেড়ে যায়। সেজন্য নাকি বাড়ির বাইরে বেরোতেও ভয় পেতেন তিনি। অভিনয় জগতও ছেড়ে দেন এই কারণেই। তবে এবার অবস্থা অন্যরকম বলেই জানিয়েছিলেন সমীরা। 

Read More