Home> বিনোদন
Advertisement

Sana Khan-কে বিনোদন দুনিয়া ছাড়তে তিনিই বাধ্য করেছেন? মুখ খুললেন মৌলানা Anas Saiyad

অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া নিয়ে মুখ খুললেন গুজরাতের মৌলানা। 

Sana Khan-কে বিনোদন দুনিয়া ছাড়তে তিনিই বাধ্য করেছেন? মুখ খুললেন মৌলানা Anas Saiyad

নিজস্ব প্রতিবেদন : গত অক্টোবরেই ধর্মের পথে হেঁটে বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী সানা খান (Sana Khan)। আর নভেম্বরই তিনি গুজরাতের মৌলানা অনস সাঈদকে বিয়ে করেন। আর এরপরই অনস সাঈদের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনস সাঈদকে ট্রোলও করা হয়। অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া নিয়ে মুখ খুললেন গুজরাতের মৌলানা। 

অনস সাঈদের দাবি, সানা খানের (Sana Khan)বিনোদন দুনিয়া ছাড়ার পিছনে তাঁর কোনও হাত নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনস প্রথমবার এবিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ''আমি কখনওই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি।। গত ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা (Sana Khan) জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। লোকজন ভেবেছিল, এটা হয়তবা মহামারীর কারণে। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।'' 

আরও পড়ুন-Ankita Lokhande-র ৩৬এর জন্মদিন সেলিব্রেট করলেন Vicky Jain

fallbacks

আরও পড়ুন-Devlina Kumar-Gourab Chatterjee-র রিসেপশনে হাজির হয়েছিলেন Mimi, Ankush, Oindrila-রা, জামাই মধুরের সঙ্গে সেলফি রানিমা দিতিপ্রিয়ার

অনস সাঈদ আরও বলেন, ''আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কারও সঙ্গে বিয়ে করতাম, হয়ত এত খুশি হতাম না। সানা (Sana Khan) নিজে সম্পূর্ণ নয়। তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে। লোকজন এখনও আমাকে জিজ্ঞাসা করছে যে, আমি কীভাবে কোনও অভিনেত্রীকে বিয়ে করতে পারি? যাঁরা এমন প্রশ্ন করছেন তাঁরা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এটির বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। লোকেরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমদের মধ্যে কোনও মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।"

প্রসঙ্গত, বিয়ের পর সম্প্রতি কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটিয়েছেন সানা খান (Sana Khan) ও অনস সাঈদ। 

Read More