জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুসংবাদে স্পষ্টতই বিষণ্ণ বিচলিত বিহ্বল বিশিষ্ট অভিনেত্রী তথা প্রয়াত পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধ্যা রায়।
বাংলা ছবির স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেত্রীর কাছে তাঁর স্বামী তথা পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুসংবাদের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া চাইতে গেলে তিনি স্পষ্টতই হতবাক হয়ে যান। তিনি প্রথমেই 'নেই' বলে আর্তনাদ করে ওঠেন!
এরপর মুহূর্তের জন্য থেমে কান্নাস্তব্ধ গলায় ফের শুরু করেন, 'কী বলছেন? আপনারাই জানালেন। এর আগে জানায়নি কেউ আমায়। বিশ্বাস করতে পারছি না আমি।'
আরও কিছুটা থেমে শুরু করেন, 'আমি হাসপাতালে গিয়েছিলাম। দেখতে গিয়েছিলাম। আমাকে দেখতে দেওয়া হয়নি। খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন তাই দেখতে দেওয়া হয়নি। আমি নিজেও অসুস্থ। আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। আমি আর কিছু বলার অবস্থায় নেই।'
সন্ধ্যা রায় তরুণ মজুমদারের বহু ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এর মধ্যে 'ফুলেশ্বরী' খুবই বিশিষ্ট।
আরও পড়ুন: Tarun Majumdar Death : পলাতক জীবনপুরের পথিক