Home> বিনোদন
Advertisement

খলনায়ক রিটার্নসে কি সঞ্জয় দত্তকে অভিনয় করতে দেখা যাবে?

আজকের দিনে প্রায় সব বলিউড ফিল্মেরই সিক্যুয়েল তৈরি হচ্ছে। শুধু আজকের দিনের ছবিগুলোরই সিক্যুয়েলই তৈরি হচ্ছে, তাই নয়। নয়ের দশকের অনেক ছবিই ফের বাজারে আসছে অন্য আঙ্গিকে। এবার আসতে চলেছে সঞ্জয় দত্তের সুপার ডুপার হিট ফিল্ম খলনায়কের সিক্যুয়েল। আর সেই খলনায়ক রিটার্নসে ফিরলেন সঞ্জয় দত্ত। সুভাষ ঘাই জানিয়েছেন, বলরাম রাকেশ প্রসাদ বাল্লুর চরিত্রে অভিনয় করছেন সঞ্জস।

খলনায়ক রিটার্নসে কি সঞ্জয় দত্তকে অভিনয় করতে দেখা যাবে?

ওয়েব ডেস্ক: আজকের দিনে প্রায় সব বলিউড ফিল্মেরই সিক্যুয়েল তৈরি হচ্ছে। শুধু আজকের দিনের ছবিগুলোরই সিক্যুয়েলই তৈরি হচ্ছে, তাই নয়। নয়ের দশকের অনেক ছবিই ফের বাজারে আসছে অন্য আঙ্গিকে। এবার আসতে চলেছে সঞ্জয় দত্তের সুপার ডুপার হিট ফিল্ম খলনায়কের সিক্যুয়েল। আর সেই খলনায়ক রিটার্নসে ফিরলেন সঞ্জয় দত্ত। সুভাষ ঘাই জানিয়েছেন, বলরাম রাকেশ প্রসাদ বাল্লুর চরিত্রে অভিনয় করছেন সঞ্জস।

আরও পড়ুন ফোর্বসের সেরা ১০০ রোজগেরে সেলিব্রেটিদের তালিকায় দুই বলিউড স্টার!

প্যারোলে বেরনোর সময়েই দুজনের মধ্যে কথা হয়। তখনই সঞ্জয় রাজি হয়ে যান। সুভাষ ঘাই আরও বলেন, খলনায়ক রিটার্নস ছবি হবে আর তাতে সঞ্জয় থাকবেন না, এমনটা ভাবাই যায় না।

আরও পড়ুন  রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন

Read More