Home> বিনোদন
Advertisement

স্মৃতিচারণ! দেখুন মায়ের ৯০তম জন্মদিনে কী উপহার দিলেন মুন্নাভাই

আর জন্মদিনে মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। মা নেই, তবু বলার অপেক্ষা রাখে না এই বিশেষ দিনটায় বড় বেশি মনে পড়েছে তাঁর মা-এর কথা।

স্মৃতিচারণ! দেখুন মায়ের ৯০তম জন্মদিনে কী উপহার দিলেন মুন্নাভাই

নিজস্ব প্রতিবেদন: পাঁচের দশকে রীতিমতো পর্দা কাঁপিয়েছেন তিনি। বলার অপেক্ষা রাখে না তিনি ছিলেন এভার গ্রীন নায়িকা। সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত। গত শনিবারই গিয়েছে তাঁর ৯০ তম জন্মদিন। আর জন্মদিনে মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। মা নেই, তবু বলার অপেক্ষা রাখে না এই বিশেষ দিনটায় বড় বেশি মনে পড়েছে তাঁর মা-এর কথা।

আরও পড়ুন: 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিংয়ে বারাণসীর মন্দিরে আলিয়া-রণবীর

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে হামাগুড়ি দিচ্ছেন তিনি। সঙ্গে বোন প্রিয়া দত্ত এবং মা নার্গিস দত্ত। ছবিটি সাদাকালোয়, তবু স্মৃতির প্রেক্ষাপটে দিনগুলো তাঁদের এখন রঙীন। ছবিটে শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, স্মৃতি কখনও ফ্যাকাশে হয় না। শুভ জন্মদিন মা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Memories never fade! Happy Birthday Mom

A post shared by Sanjay Dutt (@duttsanjay) on

গত সপ্তাহেও বাবা এবং মা-এর সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন সঞ্জয় দত্ত। ক্যাপশনে লিখেছিলেন "পরিবারের স্তম্ভ তোমোরা। আমি তোমাদের মিস করি বাবা, মা"।

Read More