Home> বিনোদন
Advertisement

'‍কেদারনাথ'‍-এর জন্য দেরাদুন উড়ে গেলেন সারা ও সুশান্ত

'‍কেদারনাথ'‍-এর জন্য দেরাদুন উড়ে গেলেন সারা ও সুশান্ত

বহুদিন ধরেই বলিউডে পা রাখা নিয়ে চর্চায় ছিলেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান। পরিচালক অভিষেক কাপুরের আপকামিং ফিল্ম '‍কেদারনাথ'‍-এর মাধ্যমে বলিউডে পা রাখছেন সারা। এখবর বহুদিন ধরেই বলিউডের বাতাসে ভাসছিল। কবে শুরু হবে তাঁর প্রথম ফিল্মের শ্যুটিং, তার জন্য বোধহয় সারা নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শেষপ‌র্যন্ত বোধহয় শ্যুটিং শুরুর সময় হয়েছে। আর তাই দেরাদুনের উদ্দেশ্যে উড়ে গেলেন সারা ও সুশান্ত। 

সূত্রের খবর, ২০১৩ সালের উত্তর ভারতের বন্যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমার গল্প। ‌যার মূল পটভূমি জনপ্রিয় তীর্থক্ষেত্র কেদারনাথ। সেই কেদারনাথকে ঘিরেই গড়ে উঠবে একটা প্রেমের গল্প।

রবিবার ফিল্মের শ্যুটিং-এর উদ্দেশ্যে দেরাদুন উড়ে ‌যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সারা ও সুশান্ত। দেখুন সেই ছবি...

fallbacks

fallbacks

fallbacks

 

fallbacks

আরও পড়ুন- আম্বানিদের গণেশ উৎসবে মোহময়ী দীপিকা, দেখুন আরও কিছু ছবি

 

Read More