জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গম জায়গায় বেড়াতে যেতে বেশ পছন্দ করেন সারা আলি খান (Sara Ali Khan)। সুযোগ পেলেই ইতি উতি ছুটে চলে যান। বেশ কয়েক মাস আগের কথা, বন্ধু জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)কে সঙ্গী করে সারা গিয়েছিলেন কেদারনাথ ভ্রমণে। কেদারনাথের বরফ মোড়া পাহাড়ের গায়ে জাহ্নবীর সঙ্গে সারার ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন। তবে কেদারনাথে গিয়ে তাঁরা যে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তা হয়ত অনেকেরই অজানা। সম্প্রতি কফি উইথ করণ(Koffee With Karan) এর সিজন -৭ এসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়েছেন সারা-জাহ্নবী।
সারা জানিয়েছেন, 'আমরা ভৈরবনাথ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সাধারণ পথ ধরেই হাঁটা শুরু করি। তবে আমি আর জাহ্নবী দুজনেই একটু অ্যাডভেঞ্চার চাইছিলাম। তাই একটু দুর্গম, খাড়াই পথ বেছে নি। যেখানে প্রায় ২৫ টি বাঁক ছিল। সেটা ধরেই আমরা চূড়ার দিকে উঠতে শুরু করি।'
আরও পড়ুন-ডাক্তারের কাছে নিয়ে যেতে দেরি, স্বামীর বিরুদ্ধে নালিশ অন্তঃসত্ত্বা পরীমণির
আরও পড়ুন-পেশা যখন নেশা, ড্রাগ বেচছেন জাহ্নবী!
সারা কিছু দূর এগিয়েই বুঝতে পারেন, বিষয়টা মোটেও ঠিক হয়নি। পাথুরে রাস্তায় পা পিছলে পড়ে যান সারা। জাহ্নবীর অবস্থাও তখন টলমল। আর একটু হলেই তাঁরা খাদে পড়তেন। তবে তখন চাইলেও তাঁরা ফিরতে পারতেন না। অবশেষে এক ব্যক্তিকে দেখে ধরে প্রাণ আসে তাঁদের। তবে তিনিও তাঁদের সঙ্গে সেলফি তুলে ফিরে যান। এবড়োখেবড়ো পাথড়ের ঘাঁজেই আটকে ছিলেন তাঁরা। অবশেষে এক ড্রাইভার তাঁদের দেখতে পান। তিনিই ভারতীয় সেনা বাহিনীর সাহায্য নিয়ে উদ্ধার করেন সারা ও জাহ্নবীকে।
এখানেই শেষ নয় জাহ্নবী জানিয়েছেন, কেদারনাথে গিয়ে সারা কম দামি নো হিটার হোটেলে উঠেছিলেন, অথচ ওখানকার তাপমাত্রা তখন মাইনাস ৭ ডিগ্রি। যেকারণেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁদের।