Home> বিনোদন
Advertisement

Sara Tendulkar Break Up With Siddhant Chaturvedi: অভিনেতার সঙ্গে সারার ব্রেক আপ! এক মাসেই সব শেষ, দুই পরিবারের পরিচয়ের পরেও কেন ভাঙন?

Sara Tendulkar Break Up With Siddhant Chaturvedi: এক মাসেই সারা তেন্ডুলকরের সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীর সম্পর্ক শেষ হয়ে গেল! ভাঙনের কারণে সকলেই চমকে গিয়েছেন...

Sara Tendulkar Break Up With Siddhant Chaturvedi: অভিনেতার সঙ্গে সারার ব্রেক আপ! এক মাসেই সব শেষ, দুই পরিবারের পরিচয়ের পরেও কেন ভাঙন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সারা তেন্ডুলকরের ব্রেক আপ হয়ে গেল! (Sara Tendulkar Break Up With Siddhant Chaturvedi)! বিগত কয়েক সপ্তাহে নেটপাড়া ম ম করেছিল তাঁদের ডেটিংয়ের গুজবে। সচিন তেন্ডুলকরের মডেল কন্যার (Sachin Tendulkar) সঙ্গে বলি অভিনেতাকে একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছিল। এও জানা যায় যে, একে-অপরের পরিবারের সঙ্গে পরিচয়পর্বও সেরে ফেলেছিলেন। সম্পর্ক কয়েক সপ্তাহে অনেক দূরই গড়িয়েছিল। এক মাসেই সিদ্ধান্ত-সারার সম্পর্ক শেষ হয়ে গেল বলে খবর।

আরও পড়ুন: নুসরাতের পর টার্গেট চঞ্চল! গ্রেফতারির আতঙ্কে কলকাতা সফর বাতিল অভিনেতার?

এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, সিদ্ধান্ত-ই  এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে ,'সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সিদ্ধান্ত-ই এই সিদ্ধান্ত নিয়েছেন। দু'জনে একে অপরের পরিবারের সঙ্গে দেখা করার পরেই এমনটা ঘটেছে।' যদিও দু'জনেই সম্পর্ক নিয়ে রীতিমতো সিরিয়াস ছিলেন। তবে জানা যাচ্ছে দুই পরিবারের পরিচয়ের পরেই পরিস্থিতি বদলে যায়! যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবুও এই সিদ্ধান্ত-সারার পরিস্থিতির এত দ্রুত বদল দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কিছুদিন আগেও, তাঁদের প্রেম নিয়ে বলিউড থেকে বাইশ গজে বেশ চর্চা হয়েছে। সিদ্ধান্ত এবং সারা কখনও আনুষ্ঠানিক ভাবে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেননি।  

সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কের আগে, সারার নাম প্রায়শই জাতীয় দলের তারকা ওপেনার শুভমন গিলের সঙ্গে জুড়ত। তবে শুভমন এই গুজব অস্বীকার করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি কারোর সঙ্গেই ডেটিং করছেন না। সম্পূর্ণ রূপে ক্রিকেট কেরিয়ারেই ফোকাসড। অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্তের সম্পর্কের গুঞ্জন ছিল। জানা যায় সেই সম্পর্কও নাকি গতবছর শেষ হয়েছে। এক সাক্ষাৎকারে, সিদ্ধান্ত ব্রেক আপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন, '২০ বছর বয়সেই হৃদয় ভাঙার অভিজ্ঞতা হয়েছিল। বলা যায় মেজর হার্টব্রেক। আমরা দু'জনে জীবনে, দু'টি ভিন্ন জিনিস চেয়েছিলাম। তা সত্যিই হৃদয়বিদারক ছিল। আমাকে ভালোবাসা এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্যে একটি বেছে নিতে হয়েছিল। এবং আমি উচ্চাকাঙ্ক্ষাই বেছে নিয়েছিলাম।' বোঝাই যাচ্ছে সিদ্ধান্ত সেই ঘর পোড়া গরু, যিনি সিঁদুরে মেঘ দেখলে ডরান...

সদ্যই বিদেশ থেকে মাস্টার্স করেছেন তিনি, ইউনির্ভাসিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছে সারা। সারা নিজেই এখন বেশ প্রতিষ্ঠিত নাম। একডাকেই সবাই চেনেন সারাকে। তিনি প্রকৃত অর্থেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সারা এককথায় সোশ্যাল মিডিয়া সেনসেশন। ৭.৩ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন। সারা কিন্তু এক্সে নেই। যদিও তাঁর নামে একাধিক ছদ্ম অ্যাকাউন্ট রয়েছে। এমনকী সেগুলিও ভেরিফায়েড।  আন্তর্জাতিক পোশাক সংস্থা সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু।  মডেলিং, ফ্যাশন ও ব্র্যান্ড স্পনসরশিপ থেকে সারা প্রায় কোটি টাকার সম্পত্তির মালকিন হয়ে গিয়েছেন এখনই। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে (জিইপিএল) মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিনও হয়েছেন!

আরও পড়ুন: প্রশ্ন উঠেছিল তাঁর চেহারা নিয়ে, ১০ কেজি কমিয়ে উত্তর ভারতীয় তারকার! খেয়েছেন শুধুই...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More