Home> বিনোদন
Advertisement

সহঅভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন স্বামী, খবর জানতেই কী করলেন অভিনেতার স্ত্রী

নিজেই সিদ্ধান্ত নেন

সহঅভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন স্বামী, খবর জানতেই কী করলেন অভিনেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: 'জামাই রাজা'-র জনপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে 'জামাই ২.০'। 'জামাই ২.০'-তে দেখা যাবে দুই জনপ্রিয় টেলিভিশন তারকাকে। অর্থাত 'জামাই ২.০'-তে এবার রবি দুবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নিয়া শর্মা। 'জামাই ২.০'-তে রবি এবং নিয়ার একটি ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য রয়েছে বলে আগেই জানা যায়। যা নিয়ে আপত্তি জানান অভিনেতা।

রবি-শরগুন..

fallbacks

আরও পড়ুন : স্ত্রী ঐশ্বর্যের প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন অভিষেক, দেখুন ভিডিয়ো
রিপোর্টে প্রকাশ, 'জামাই ২.০'-তে কিছুতেই সহঅভিনেত্রী নিয়া শর্মার সঙ্গে চুম্বনের দৃশ্যে অবিনয় করবেন না বলে স্পষ্ট জানান রবি। অভিনেতার জেদের জন্যই এরপর রবির স্ত্রী শরগুন মেহতার দ্বারস্থ হন নির্মাতারা।
জানা যায়, নিয়া শর্মার সঙ্গে অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য শরগুন মেহতাই তাঁকে রাজি করান। রবি দুবে যাতে কোনওভাবেই নিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গররাজি না হন, তার জন্য স্বামীকে বোঝাতে শুরু করেন। স্ত্রী শরগুন মেহতার কথাতেই শেষ পর্যন্ত নিয়া শর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অবিনয় করতে রাজি হন রবি দুবে। বিষয়টি জানাজানি হতেই টেলি টাউনে জোর গুঞ্জন শুরু হয়ে যায়।

Read More