Home> বিনোদন
Advertisement

'দ্বিখণ্ডিত' নিয়ে কথা বললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

পেশায় আইটি প্রফেশনাল, সিঙ্গাপুরের বাসিন্দা হয়েও কীভাবে কলকাতায় এসে এমন একটা ছবি বানিয়েছেন জানালেন পরিচালক... 

'দ্বিখণ্ডিত' নিয়ে কথা বললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

রণিতা গোস্বামাী

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নাকি 'ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার'-এ আক্রান্ত। দীর্ঘদিন ধরে এই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। এই খবরটা হঠাৎ পড়ে হয়ত চমকে যাবেন অনেক সিনেমাপ্রেমী দর্শক। তবে ভয় পাবেনা না, রোগটা গুরুতর হলেও ঘটনাটা গুরুতর নয়। কারণ বাস্তবে নয়, সিনেমার পর্দায় এই মানসিক রোগে আক্রান্ত হতে দেখা যাবে অভিনেতাকে। সৌজন্যে 'দ্বিখণ্ডিত'। 

'ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার' ঠিক কী? এই রোগ কীভাবে তাঁর চরিত্রের মধ্যে ফুটে উঠবে? এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। 

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কথায়, ''এ এক অদ্ভুত মানসিক সমস্যা, যে রোগের কারণে রোগীর ব্যক্তিত্বে দ্বৈততা এসে পড়ে। এক ব্যক্তির মধ্যেই ঢুকে পড়ে একাধিক ব্যক্তিত্ব। রোগী তাঁর নিজ ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য ভুলে অলীক কোনও ব্যক্তিত্ব ধারণ করে। এধরনের একটা চরিত্রে অভিনয় করা সত্যিই চ্যালেঞ্জিংই বটে। বলা ভালো একটাই ব্য়ক্তি হয়েও দ্বিখণ্ডিত ছবিতে একাধিক চরিত্রে অভিনয় করতে হয়েছে আমাকে।''

অভিনেতার কথায়, ''এই ছবিতে কখনও শিশুর মতো কথা বলতে হয়েছে। আবার কখনও বাঙাল ভাষায় কথা বলতে হচ্ছে, বিভিন্ন রকম ভূমিকায়। যদিও আবার কৌশিক (চরিত্রের নাম) মানে আমার মনে হয় কৈ আমার তো কিছুই হয়নি। যেমনটা সমস্ত মানসিক রোগীর হয় আরকি। সে নিজে বুঝতে পারে না, যে তাঁর সমস্যা রয়েছে। এভাবেই এগোবে ছবির গল্প। কৌশিক শেষপর্যন্ত সুস্থ হবেন কিনা, পরিচালক ঋত্বিক কর ( অভিনেতা কৌশিক কর) কৌশিকের মতো এমন একটা চরিত্র নিয়ে সিনেমা বানাবেন কিনা সেটা জানতে হলে ছবিটি দেখতে হবে।''   

আরও পড়ুন-সাহেবের সঙ্গে 'উড়ান'-এর পথে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, দেখুন কী ঘটেছে...

fallbacks

আরও পড়ুন-জাতীয় পুরস্কার পেলে তাঁর আর কাজ জোটে না: বিশ্বাস, ববের

আরও পড়ুন-'নেটওয়ার্ক'-এ প্রতিশোধের খেলায় মেতে উঠবেন শাশ্বত ও সব্যসাচী!

তবে এধরনের একটা বিষয় নিয়ে যিনি 'দিখণ্ডিত'র মতো ছবি বানিয়েছেন সেই পরিচালক নবারুণ সেন কিন্তু পেশায় আইটি প্রফেশনাল, কর্মসূত্রে দীর্ঘদিন তিনি সিঙ্গাপুরেই থাকেন। আর এটাই ('দিখণ্ডিত') তাঁর প্রথম ছবি। তবে সিঙ্গাপুরের চাকরি করতে করতে কীভাবে এমন একটা ছবি বানানো সম্ভব হল? এই প্রশ্নের জবাবও Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে দিয়েছেন নবারুণ সেন।

তাঁর কথায়, ''কাজের ফাঁকেই সিনেমা বানানোর নেশা মাথায় চেপে বসে তাঁর। সেই ভাবনা থেকেই একটু একটু করে বানিয়ে ফেলেছেন 'দ্বিখণ্ডিত'র মতো ছবি। তবে একদিকে চাকরি ও অন্যদিকে সিনেমা বানানোর নেশা, দুটো কাজ একসঙ্গে করা মোটেও সহজ ছিল না। তাই একটু একটু করেই প্রথমে চিত্রনাট্য লেখা ও পরে ধীরে ধীরে সিনেমা বানানোর কাজ শেষ করেছি। টানা ৩ বছরের পরিশ্রমে শেষপর্যন্ত 'দিখণ্ডিত' ছবিটি বানানো সম্ভব হয়েছে।'' 

পরিচালকের কথায়, ''বাস্তবেও আমরা বহু মানুষই দ্বৈত সত্ত্বার অধিকারী। আর এই বিষয়টাই গুরুতর আকার নিলে এধরনের একটা সমস্যা তৈরি হয়। সেই ভাবনা থেকেই এধরনের একটা ছবি। ''

আরও পড়ুন-হবুচন্দ্র রাজা শাশ্বত, আর গবুচন্দ্র মন্ত্রী হলেন খরাজ, 'রানী'টা কে জানেন?

fallbacks

এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্য়ায ছাড়াও দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্য়ায়, কৌশিক কর, অঞ্জনা বসু, সায়নী ঘোষ আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ মার্চ।

আরও পড়ুন-অ্যাসিডে পুড়েছে মুখ, দীপিকাকে এমন চেহারায় চিনতেই পারবেন না!

Read More