Home> বিনোদন
Advertisement

বলিউডে সত্যজিতের ‘তারিণী খুড়ো’, কলকাতায় শুট করলেন পরেশ রাওয়াল

গল্পবলিয়ে তারিণী খুড়োর চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে। 

বলিউডে সত্যজিতের ‘তারিণী খুড়ো’, কলকাতায় শুট করলেন পরেশ রাওয়াল

নিজস্ব প্রতিবেদন: সত্যজিৎ রায় সৃষ্ট তারিণীচরণ চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে অমর। এবার সেই ‘তারিণী খুড়ো’ ই (Tarini Khuro) আসছেন বড় পর্দায়। তাও আবার বলিউডে। গল্পবলিয়ে তারিণী খুড়োর চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে। 

অনন্ত মহাদেবনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। গত শনিবার কলকাতায় ছবির শুটিং হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এই ছবিতে কাজ করবেন নাসিরউদ্দিন শাহও। এছাড়া তারিণীখুড়োর বন্ধু বঙ্কিমবাবুর ভূমিকায় দেখা যাবে রোহিত মুখোপাধ্যায়কে। সম্প্রতি কলকাতার নানা এলাকায় হয়েছে এই ছবির শুটিং। লেকমার্কেট, কুমোরটুলিতে শুটিং হয়েছে এই ছবির। 

বেনিয়াটোলার বাসিন্দা তারিণী খুড়ো। ব্যাচেলার মানুষ। দীর্ঘ তাঁর পেশাদার জীবন। তারিণী খুড়োর গল্পে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনাই। সত্যজিৎ রায় পল্টু নামের এক কিশোর চরিত্রের মুখ দিয়েই তারিণীখুড়োর গল্প বলিয়েছেন। পরিচালক অনন্ত মহাদেবন সেই খুঁটিনাটিই তুলে ধরবেন তাঁর ছবিতে। 

আরও পড়ুন, The Kashmir Files Triology: 'কাশ্মীর ফাইলস'র পর এবার 'দিল্লি ফাইলস', শিখ দাঙ্গার প্রেক্ষাপটে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি

আরও পড়ুন, Subhashree-Parambrata: পরমব্রতর 'বৌদি ক্যান্টিন'-এ শুভশ্রী, আসমা খানের জীবনের অনুপ্রেরণায় তৈরি চিত্রনাট্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More