Home> বিনোদন
Advertisement

তাঁর বায়োপিকের রিলিজ ডেট নিজেই জানালেন সচিন তেন্ডুলকর

এ যেন প্রতিক্ষার অবসান। রিলিজ হতে চলেছে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের বায়োপিক। সোমবার টুইটারে নিজেই এই খবর জানান ক্রিকেটের আধুনিক ডন। চলতি বছরের ছাব্বিশে মে মুক্তি পেতে চলেছে সচিনের জীবন নিয়ে সিনেমা- A BILLION DREAMS.টুইটারের মাধ্যমে অসংখ্য ভক্তের কাছে সচিনের বার্তা ক্যালেন্ডারে ছাব্বিশে মে তারিখটা দাগ দিয়ে রাখুন। প্রকাশ্যে আসতে চলেছে তার বাওপিক।

তাঁর বায়োপিকের রিলিজ ডেট নিজেই জানালেন সচিন তেন্ডুলকর

ওয়েব ডেস্ক: এ যেন প্রতিক্ষার অবসান। রিলিজ হতে চলেছে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের বায়োপিক। সোমবার টুইটারে নিজেই এই খবর জানান ক্রিকেটের আধুনিক ডন। চলতি বছরের ছাব্বিশে মে মুক্তি পেতে চলেছে সচিনের জীবন নিয়ে সিনেমা- A BILLION DREAMS.টুইটারের মাধ্যমে অসংখ্য ভক্তের কাছে সচিনের বার্তা ক্যালেন্ডারে ছাব্বিশে মে তারিখটা দাগ দিয়ে রাখুন। প্রকাশ্যে আসতে চলেছে তার বাওপিক।

আরও পড়ুন বিরাটের বিজয়রথের সামনে বাংলাদেশও 'চাপা' পড়ে গেল

সেই ১৯৮৯ সাল থেকে পরের দুই যুগ ধরে সববয়সী মানুষদের কাছে ছোট পর্দার আসল নায়ক তো তিনিই। ভারতের খেলা মানেই তাঁর ব্যাটিং দেখতে টিভির সামনে বসে পড়া। অবশেষে সেই সচিনকে দেখা যাবে বড় পর্দায় অন্যভাবে। উত্তেজিত তাঁর অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন  টেস্ট অধিনায়ক হিসেবে টানা উনিশটি ম্যাচ অপরাজিত বিরাট কোহলি

Read More