Home> বিনোদন
Advertisement

ব্র্যাডকে বাথরুমে আদর করতে ডাকলে, সে ঢেকে দিচ্ছে জোলিকে!

অ্যাঞ্জেলিনো জোলি এবার দারুণ কথা বলেছেন। আসলে বিপাকেও যে পড়েছেন বেশ।

ব্র্যাডকে বাথরুমে আদর করতে ডাকলে, সে ঢেকে দিচ্ছে জোলিকে!

ওয়েব ডেস্ক: অ্যাঞ্জেলিনো জোলি এবার দারুণ কথা বলেছেন। আসলে বিপাকেও যে পড়েছেন বেশ।
ব্র্যাড পিট তাঁর স্বামী। তিনি ব্র্যাডের স্ত্রী। তাঁদের দুজনের অন্তরঙ্গ সম্পর্ক। সেটাই স্বাভাবিক। কিন্তু সিনেমার পর্দায় সবার সামনে  একেবারে বাথটবে অথবা বিছানায় ব্র্যাডের সঙ্গে জড়াজড়ি করলে কী আর তাঁর অস্বস্তি হবে না! এই ব্যাপারটাই লজ্জায় লাল করে দিচ্ছে জোলিকে।
দুজনে এখন একইসঙ্গে 'বাই দ্য সি' ফিল্মে অভিনয় করছেন। আর চিত্রনাট্যের প্রয়োজনেই দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। কিন্তু এক দঙ্গল লোক আর ক্যামেররা সামনে ব্র্যাডের সঙ্গে বিছনায় অথবা বাথটবে শুয়ে পড়াটায় মোটেই সড়গড় হতে পারছেন না জোলি।
বলেওছেন, 'একটি দৃশ্যে আমি বাথটবে স্নান করছি। আর ব্র্যাডকে আমি ডাকলাম আদর করতে। সে আমায় আদর করবে কী! বরং, টাওয়েল এনে দিল। আসেল কীই বা করবে। আমার স্বামী যে!'

 

Read More