Home> বিনোদন
Advertisement

Chandrayan 3: চাঁদের মাটি ছুঁল ভারত, উদযাপনে শাহরুখ-অক্ষয় থেকে মিমি-দেব...

Chandrayan 3: ইতিহাস গড়ল ভারত! অবশেষে সেই অপেক্ষা সার্থক হল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ নামিয়ে অবশেষে তৈরিই করে ফেলল ইতিহাস। ভারতীয় মহাকাশবিজ্ঞানের পরিসরে এক মহাবিপ্লব ঘটে গেল।  ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত বলিউড থেকে টলিউডের তারকারা।

Chandrayan 3: চাঁদের মাটি ছুঁল ভারত, উদযাপনে শাহরুখ-অক্ষয় থেকে মিমি-দেব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জগতের শ্রেষ্ঠ আসনে জুড়ল ভারতের নাম। সময় গুনছিল সারা ভারত, কখন চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। প্রতীক্ষার শুভ অবসান। ভারতীয় মহাকাশবিজ্ঞানের পরিসরে ঘটে গেল এক মহাবিপ্লব। নির্ধারিত বুধবারে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা দেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিনেমা জগতের তারকা থেকে সাধারণ মানুষ, ভারতের নানা প্রান্তে দেখা গেল উদযাপনের ছবি।

আরও পড়ুন- Chandrayaan-3 Updates: চাঁদে ভারত! ইতিহাস গড়ে চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩...

চন্দ্রযানটির ল্যান্ডার 'বিক্রম'-এর আজই চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা ছিল। বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ, চাঁদের দক্ষিণ মেরুর তথ্য মানবজাতির কাছে এখনও অজানা। তাই চন্দ্রযান-৩ অভিযান সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছতে পারা প্রথম দেশ হিসেবে ইতিহাস লিখবে ভারত! সেটাই হল। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত এই তালিকার চতুর্থ দেশ হল।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

আরও পড়ুন- Rakhi Sawant: ‘৪৭ লক্ষের বিনিময়ে আমার নগ্ন ভিডিয়ো বেচেছে আদিল’ বিস্ফোরক অভিযোগ রাখির...

উদযাপনে সামিল বলিউডের তারকারাও। নিজের জনপ্রিয় গানের লাইন লিখে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা লেখেন, ‘চাঁদ তারে তোর লাউঁ, সারি দুনিয়া পর ম্যায় ছায়ুঁ... আজ ভারত ও ইসরো সারা দুনিয়ায় ছেয়ে গেছে। বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা। শুভেচ্ছা সেই টিমকে যাঁরা ভারতকে গর্বিত করেছে। চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁল।’ হৃতিক রোশন লিখেছেন, ‘যেভাবে আমাদের দেশবাসী তাঁদের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তার সাক্ষী থাকতে পেরে গর্বে আমার হৃদয় বিগলিত। ইসরোর গোটা টিমকে আমার শ্রদ্ধা। লুনার এক্সপ্লোরেশন মিশনের সমস্ত জিনিয়াসদের শুভেচ্ছা।’ আর মাধবন লেখেন, ‘ এই সাফল্য বর্ণনা করার কোন শব্দই যথেষ্ট নয়। জয় হিন্দ। গর্বে আমার হৃদয় বিগলিত’। অক্ষয় কুমার লেখেন, ‘কয়েক কোটি হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরোকে। আমাদের গর্বে ভরিয়ে দিয়েছেন তাঁরা। এই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে নিজেকে লাকি মনে হচ্ছে। ভারত চাঁদে আর আনন্দে আমরা চাঁদের উপরে।’

fallbacks

আরও পড়ুন- Chandrayaan 3: 'বিকশিত ভারতের শঙ্খনাদ', চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পর কী বললেন মোদী

শুধু বলিউডই নয়, উচ্ছ্বসিত টলিউডের তারকারাও। ইসরোর টুইট শেয়ার করে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘গর্বের মুহূর্ত। জয় হিন্দ।’ জিৎ লেখেন, ‘এটা ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। মহাকাশে যেভাবে আমরা ছড়িয়ে পড়ছি এটা তারই প্রামাণ্য দলিল। ইসরো অসাধারণ। চন্দ্রযান ৩-এর গোটা টিমকে শুভেচ্ছা। এই মিশনকে সাফল্যমন্ডিত করতে তাঁরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য শুভেচ্ছা।’ সায়ন্তিকা লিখেছেন, ‘এবার আমরা লিখতেই পারি লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ধন্যবাদ ইসরো।’ সায়নী ঘোষ লিখেছেন, ‘গর্ব, সম্মান, জয় এবং গৌরবান্বিত ভারত। ইসরোকে অনেক ভালোবাসা।’ মিমি চক্রবর্তী লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। অসাধারণ অ্যাচিভমেন্ট।’ দেব লিখেছেন, 'বন্দেমাতরম। জয় হিন্দ।'

fallbacks

সবমিলিয়ে উৎসবের মেজাজে সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষেরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More