Home> বিনোদন
Advertisement

ইমতিয়াজ আলির ফিল্মে প্রাগে শুটিং শুরু করলেন শাহরুখ খান

পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবির শুটিং শুরু হয়ে গেল। প্রাগে এই ফিল্মের শুটিংয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন শাহরুখ খানও। শোনা যাচ্ছে ছবিটি মূলত লাভ স্টোরি। পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে এটাই প্রথম কাজ ইমতিয়াজ আলির।

ইমতিয়াজ আলির ফিল্মে প্রাগে শুটিং শুরু করলেন শাহরুখ খান

ওয়েব ডেস্ক: পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবির শুটিং শুরু হয়ে গেল। প্রাগে এই ফিল্মের শুটিংয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন শাহরুখ খানও। শোনা যাচ্ছে ছবিটি মূলত লাভ স্টোরি। পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে এটাই প্রথম কাজ ইমতিয়াজ আলির।

আরও পড়ুন পরকীয়া আর দেশাত্মবোধ এই দুটো সাবজেক্ট মেশালেই হিট সিনেমা, এটাই কি নতুন বলিউড ট্রেন্ড?

এই ফিল্মে শাহরুখ খান সম্ভাবত একজন ট্যুরিস্ট গাইডের চরিত্রে অভিনয় করবেন। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান নিজের একটি ভিডও আপলোডও করেছেন। সেটার প্রাগেরই কোনও ঐতিহাসিক মিউডিয়াম। কিং খান বলেছেনেও সেই কথা যে, প্রাগের সৌন্দর্য। এই ফিল্মে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। রব নে বনাদি জোড়ি এবং জব তক হ্যায় জানের পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ এবং অনুষ্কাকে। 

আরও পড়ুন  ব্যাডমিন্টন খেললে আপনি পাবেন এই পাঁচটি উপকার

Read More