Home> বিনোদন
Advertisement

আব্রামের জন্য হলুদ গাড়ি কিনলেন শাহরুখ

হায়দ্রাবাদ থেকে দিলওয়ালের শুটিং সেরে মুম্বইয়ে ফেরা। ছেলে আব্রামের জন্য গাড়ি কিনে তবেই মন্নতে ফিরলেন কিং খান।

আব্রামের জন্য হলুদ গাড়ি কিনলেন শাহরুখ

ওয়েব ডেস্ক: হায়দ্রাবাদ থেকে দিলওয়ালের শুটিং সেরে মুম্বইয়ে ফেরা। ছেলে আব্রামের জন্য গাড়ি কিনে তবেই মন্নতে ফিরলেন কিং খান।

মুম্বইয়ের বিমানবন্দরে নেমে হঠাতই একটি খেলনার দোকানে বলিউডের বাদশাহ। নিজের ব্যাস্ত সময়ের মধ্যে ইদানীং আব্রামকেই সবথেকে বেশি সময় দিতে পছন্দ করছেন কিং খান। কখনও ইডেনের সবুজ ঘাসে ছেলের সঙ্গে ডিগবাজি, কখনও আবার সমুদ্র সৈকতে বোতলে বালি ভর্তি করার খেলায় মত্ত হয়েছেন বলিউডের 'দিলওয়ালে'।

শুটিং সেরে বাড়ি ফিরছেন, তাও আবার খালি হাতে? গৌরির কাছ থেকে নিস্তার পেলেও আব্রামের কাছে কোনও ছাড় নেই। অগত্যা, গাড়ি কিনে তবেই বাড়ি। মুম্বই বিমানবন্দরের খেলনার দোকান থেকে হলুদ রঙের একটি গাড়ি কিনেছেন কিং খান। এই গাড়ি পেয়ে ছেলে আব্রাম কতটা খুশি হবে, সেটা না জানা গেলেও কিং খানের 'পদধূলি'তে বেজায় খুশি ওই খেলনার দোকানের মালিক। বিমানবন্দরের বাকি দোকানদারীরা মজা করে বলছেন, ' শাহরুখ এখান থেকে শপিং করেছে। ব্যাস আর কি চাই? এটাই তো হিট বিজ্ঞাপন'।  

 

Read More