জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ৩৩ বছর পর ঘুচল দীর্ঘ প্রতীক্ষা। বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) তার দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। পুরস্কারটি তিনি জিতেছেন পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ (Jawan) সিনেমার জন্য। একই বিভাগে এই পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) তাঁর ‘টুয়েলফথ ফেল’ (12th Fail) ছবির জন্য।
যদিও ভক্ত ও সমালোচকদের মতে, শাহরুখ খানের এর আগেও জাতীয় পুরস্কার পাওয়ার মতো অনেক ছবি করেছেন। এর মধ্যে অন্যতম হলো ২০০৪ সালের ছবি ‘স্বদেশ’। এই ছবির জন্য তিনি পুরস্কারের খুব কাছে পৌঁছেও হেরে গিয়েছিলেন। সেই বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন সইফ আলি খান ‘হাম তুম’ (Hum Tum) ছবির জন্য। সম্প্রতি একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখ নিজেই এই বিষয়ে মন্তব্য করেছেন।
জাতীয় পুরস্কার না পাওয়া প্রসঙ্গে শাহরুখের পুরনো মন্তব্য
ভাইরাল হওয়া ভিডিওটি ২০০০-এর শেষের দিকে একটি ইভেন্টের। সেখানে শাহরুখ, পরিচালক কুনাল কোহলি (Kunal Kohli) ও অ্যাঙ্কার মন্দিরা বেদীর (Mandira Bedi) সঙ্গে মঞ্চে ছিলেন। সেখানে কুনাল শাহরুখকে তার প্রিয় ছবি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি মজার ছলে বলেন, “দেখুন, আমি খুব ভালো মনের মানুষ। আমার সব ছবি, সব হিরো, সব হিরোইন ভালো লাগে। আমি সহজ-সরল মানুষ, সবকিছুই আমার ভালো লাগে, এমনকি আপনার ছবিও।”
আরও পড়ুন- Shah Rukh Khan: প্রথম জাতীয় পুরস্কার জয়! ভিডিয়ো বার্তায় ভক্তদের ধন্যবাদ, কিন্তু হাতে ব্যান্ডেজ কেন?
এরপর তিনি কুনালের ছবির প্রসঙ্গে বলেন, “ফানা’ খুব ভালো ছিল। আমার মনে হয়, ‘হাম তুম’-ও খুব সুন্দর। সেই ছবির অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছিলেন, যদিও আমার মনে হয় সেই পুরস্কার আমার পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা অন্য গল্প।” এই কথা বলে শাহরুখ হাসিতে ফেটে পড়েন এবং কুনালও হেসে ফেলেন।
‘স্বদেশ’ ও জাতীয় পুরস্কার নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়া
শুক্রবার রাতে শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়ার পর এই ভিডিওটি আবার ভাইরাল হয়। Reddit-এ এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, “যখন শাহরুখ প্রকাশ্যে বলেছিলেন যে ২০০৫ সালে ‘হাম তুম’-এর জন্য সাইফের বদলে ‘স্বদেশ’-এর জন্য তার জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল।”
Throwback to the time SRK publicly said that he should have won the National Award in 2005 for Swades than Saif for Hum Tum.
byu/GiveMeSomeSunshine3 inBollyBlindsNGossip
বেশিরভাগ অনুরাগীই শাহরুখের কথায় একমত। একজন মন্তব্য করেছেন, “আমিও একমত। আমি তো বুঝতেই পারি না কেন ‘হাম তুম’-এর জন্য সইফকে পুরস্কার দেওয়া হলো। আমি ছবিটা দেখেছি, ভালো লেগেছে, কিন্তু এই কারণে সইফ জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য, তা মনে করি না।” আরেকজন লিখেছেন, “তিনি সত্যিই ‘স্বদেশ’-এর জন্য এই পুরস্কারের যোগ্য ছিলেন।”
আরও পড়ুন- Shah Rukh Khan: ৩৩ বছরের অপেক্ষার অবসান! প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান...
তবে একজন অনুরাগী ব্যাখ্যা করে বলেন যে কেন শাহরুখ সেই বছর পুরস্কার পাননি। তিনি লেখেন, “দুর্ভাগ্যবশত সেই বছর টি.এস. নাগাবরণ জুরি বোর্ডে ছিলেন। তিনি ‘স্বদেশ’ ছবির সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এমনকি দাবি করেছিলেন যে ছবিটি তার নিজের একটি ছবি থেকে নকল করা হয়েছে।”
শাহরুখ বহুবার বলেছেন যে ‘স্বদেশ’-এর মতো ব্যতিক্রমী ছবির বাণিজ্যিক ব্যর্থতার পর তিনি বাণিজ্যিক ছবি করার দিকে ঝুঁকেছিলেন। অনেক অনুরাগী ভেবেছেন যে সেই সময় যদি ‘স্বদেশ’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেতেন, তাহলে হয়তো তার সিদ্ধান্ত বদলে যেত। একজন অনুরাগী লিখেছেন, “কী করুণ! অবশ্য পুরস্কার না পেলেও ‘স্বদেশ’ কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পুরস্কারটা পেলে এই ছবির ব্যর্থতার যন্ত্রণা কিছুটা কমতো। হয়তো এর ফলে তিনি এই ধরনের ছবি আরও একবার করতেন, যা তিনি আর করেননি।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)