জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের(Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’(Jawan)। এই প্রথম একইদিনে ভারতে ও বাংলাদেশে(Bangladesh) একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল কোনও বলিউডের(Bollywood) ছবির। কিন্তু নানা অভিযোগ, বিরোধীতায় থমকে গেছে বাংলাদেশে জওয়ানের রিলিজ। বুধবার পর্যন্ত সেন্সর(sensor) না পাওয়ায় বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন- Jawan First Day First Show|Shah Rukh Khan: ভোর থেকে শুরু ‘জওয়ান’-এর শো, সারারাত জেগে রইলেন শাহরুখ...
বুধবার বিষয়টি নিয়ে সিনেমাটির পরিবেশক অনন্য মামুন জানান, সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। যদি বৃহস্পতিবার সেন্সর পায় তাহলে এ দিনই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। তবে এরপরেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অনন্য মামুন জানান যে ‘বৃহস্পতিবার ১২টায় জওয়ানের সেন্সর, সন্ধ্যা ৬টায় হবে পাবলিক শো।’ দুপুর একটা নাগাদ আরও একটি পোস্ট করেন তিনি। অনন্য মামুন লেখেন, ‘কি সিনেমা বানাইছে রে ভাই! সেন্সর শো চলছে’।
এরপরেই অনন্য মামুন জানান যে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'জওয়ান'। সেন্সের ছাড়পত্র পেয়েছে শাহরুখের এই ছবি।
এদিকে ‘জওয়ান’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও উন্মাদনা থেমে নেই সিনেমাটি নিয়ে বাংলাদেশি শাহরুখ ভক্তদের। শো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণেই এরইমধ্যে তারা একটি হল ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ শো দেখবেন। বাংলাদেশে শাহরুখ ভক্তদের অফিশিয়াল টিম ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’র সদস্যরা এই আয়োজন করেছেন।
এই গ্রুপের এক সদস্য বলেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল ভাড়া করেছি আমরা। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখবেন তারা। অগ্রিম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও। যেহেতু সেন্সর হয়নি, তাই হল কর্তৃপক্ষের সঙ্গে সেভাবেই চুক্তি করেছেন বলে জানিয়ে ফ্যানক্লাবের তরফ থেকে জানানো হয়, আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই ‘জওয়ান’ মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখব।
প্রসঙ্গত, গত মাসেই ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির অনুমতি পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। ইতোমধ্যে সেন্সরেও জমা দিলেও, এখনও মেলেনি ছাড়পত্র, এমনটাই খবর। শোনা যাচ্ছে বাংলাদেশে ছবি মুক্তির বিষয়টি খতিয়ে দেখছেন খোদ শাহরুখও। এর আগে শাহরুখের ‘পাঠান’ ঝড় তুলেছিল বাংলাদেশে। এটিই প্রথম হিন্দি ছবি, যা মুক্তি পেয়েছিল বাংলাদেশে।