জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে শাহরুখ খানের (Shah Rukh Khan) মুকুটে যুক্ত হল জাতীয় পুরস্কারের পালক। দীর্ঘদিনের অপেক্ষার পর 'জওয়ান' ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বাদশাহ।
শুক্রবার, ১ আগস্ট, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালের ভারতীয় চলচ্চিত্রের সেরা কাজগুলোকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। করোনার কারণে এক বছর পিছিয়ে যায় জাতীয় পুরস্কার। সেই কারণেই এ বছরের তালিকায় ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা।
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) ও শাহরুখ খান। বিক্রান্ত ম্যাসি 'টুয়েলফথ ফেল' (12th Fail) ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য এবং শাহরুখ খান 'জওয়ান'-এ (Jawan) তার দুর্দান্ত ভূমিকার জন্য এই সম্মান পেলেন। অন্যদিকে, রানি মুখার্জি (Rani Mukerji) 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। সেরা ছবি টুয়েলফথ ফেল। সেরা পরিচালক কেরালা স্টোরির জন্য সুদীপ্ত সেন।
'টুয়েলফথ ফেল' ছবিটি একজন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়া। দারিদ্র্য থেকে উঠে এসে আইপিএস অফিসার হওয়ার এই অনুপ্রেরণামূলক গল্পে বিক্রান্ত ম্যাসির অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।
'জওয়ান' ছবিটি ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল এবং অ্যাকশন, আবেগ ও তারকাবহুল কাস্টের কারণে এটি বক্স অফিসে ঝড় তোলে। ছবিতে শাহরুখ খান দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—এক সাহসী জেলর আজাদ এবং তার বাবা বিক্রম রাঠোর। নারী যোদ্ধাদের একটি দলের সঙ্গে মিলে তারা দুর্নীতি ও সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করে। ছবিতে নয়নতারাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় এবং বিজয় সেতুপতিকে মূল ভিলেন কালীর চরিত্রে দেখা গেছে, যা গল্পের উত্তেজনা আরও বাড়িয়েছে।
'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি সাগরিকা চক্রবর্তীর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত। নরওয়ের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস সাংস্কৃতিক পার্থক্যের কারণে তার সন্তানদের নিয়ে যায়। ছবিতে রানি মুখার্জি এক দৃঢ়চেতা বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য সাহসী লড়াই করেন। তার এই শক্তিশালী অভিনয় সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছিল এবং তিনি ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
এখানে ৭৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
ফিচার ফিল্মস
বিশেষ উল্লেখ
এমআর রাজাকৃষ্ণান (অ্যানিমেল - রি-রেকর্ডিং)
সেরা আঞ্চলিক চলচ্চিত্র
সেরা গাড়ো ফিল্ম: রিমদোত্তিঙ্গা
সেরা তেলুগু ফিল্ম: ভগবন্থ কেসারি
সেরা তামিল ফিল্ম: পার্কিং
সেরা পাঞ্জাবি ফিল্ম: গদ্দে গদ্দে ছা
সেরা ওড়িয়া ফিল্ম: পুষ্কড়া
সেরা মারাঠি ফিল্ম: শ্যামচি আই
সেরা মালয়ালম ফিল্ম: উল্লঝুক্কু
সেরা কন্নড় ফিল্ম: কান্দেলু
সেরা হিন্দি ফিল্ম: কাঠাল
সেরা গুজরাটি ফিল্ম: ভাশ
সেরা বাংলা ফিল্ম: ডিপ ফ্রিজ
সেরা অসমীয়া ফিল্ম: রঙাটাপু ১৯৮২
প্রযুক্তিগত পুরস্কার
সেরা অ্যাকশন নির্দেশনা:নন্দু-পৃথ্বী (হনুমান)
সেরা কোরিওগ্রাফি: বৈভবী মার্চেন্ট (ঢিন্ডোরা বাজে রে - রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা লিরিক্স: কাসারলা শ্যাম (ঊরু পাল্লেটুরু - বালাগাম)
সেরা সঙ্গীত নির্দেশনা: জি ভি প্রকাশ কুমার (ভাদি), হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)
সেরা মেকআপ: শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর)
সেরা কস্টিউম ডিজাইন:শচীন, দিব্যা, নিধি (স্যাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন: মোহানদাস (2018)
সেরা সম্পাদনা: মিথুন মুরালি (পুকালাম)
সেরা সাউন্ড ডিজাইন: শচীন সুধাকরণ, হরিহরণ (অ্যানিমেল)
সেরা চিত্রনাট্য:সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণান (পার্কিং)
সেরা ডায়ালগ: দীপক কিংরানি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা সিনেমাটোগ্রাফি: প্রশান্তানু মহাপাত্র (দ্য কেরালা স্টোরি)
সেরা প্লেব্যাক সিঙ্গার:শিল্পা রাও (ছালিয়া - জওয়ান), রোহিত (প্রেমিসথুন্না - বেবি)
সেরা শিশু শিল্পী: সুকৃতি বান্দি রেড্ডি (গান্ধী থাথা চেট্টু), কবির খান্ডারে (জিপসি), ত্রীশা তোশার, শ্রীনিবাস পোকালে, ভার্গব (নাল ২)
অভিনয় ও পরিচালনা
সেরা সহ-অভিনেত্রী: উর্বশী (উল্লঝুক্কু), জানকী বদিওয়ালা (ভাশ),
সেরা সহ-অভিনেতা: বিজয় রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে),
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (12th ফেল)
সেরা পরিচালনা: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা ভিএফএক্স ফিল্ম:হনুমান
সেরা শিশু ফিল্ম:নাল ২
অন্যান্য পুরস্কার
জাতীয়, সামাজিক মূল্যবোধ প্রচারকারী সেরা চলচ্চিত্র:স্যাম বাহাদুর
স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র:রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা ডেবিউ ফিল্ম:আত্মপম্ফলেট
সেরা চলচ্চিত্র:12th ফেল
নন-ফিচার ফিল্মস
বিশেষ উল্লেখ
নেকাল – ক্রনিকল অফ দ্য প্যাডি ম্যান, দ্য সি অ্যান্ড দ্য সেভেন ভিলেজেস
অন্যান্য পুরস্কার
সেরা স্ক্রিপ্ট:সানফ্লাওয়ারস ওয়্যার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো
সেরা ভয়েসওভার: হরি কৃষ্ণান এস (দ্য সেকরেড জ্যাক – এক্সপ্লোরিং দ্য ট্রি অফ উইশেস)
সেরা সঙ্গীত নির্দেশনা:প্রণিল দেশাই (দ্য ফার্স্ট ফিল্ম)
সেরা সম্পাদনা:নীলাদ্রি রায় (মুভিং ফোকাস)
সেরা সাউন্ড ডিজাইন:শুভ্রুন সেনগুপ্ত (ধূন্ধগিরি কে ফুল)
সেরা সিনেমাটোগ্রাফি:মীনাক্ষী সোমান, সারভানামরুথু (লিটল উইংস)
সেরা পরিচালনা:পিয়ুষ ঠাকুর (দ্য ফার্স্ট ফিল্ম)
সেরা শর্ট ফিল্ম:গিধ দ্য স্কাভেঞ্জার
সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা নন-ফিচার ফিল্ম:দ্য সাইলেন্ট এপিডেমিক
সেরা ডকুমেন্টারি ফিল্ম:গড ভালচার অ্যান্ড হিউম্যান
সেরা আর্ট/কালচার ফিল্ম:টাইমলেস তামিলনাড়ু
সেরা বায়োগ্রাফিক্যাল/হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন ফিল্ম:মো বউ মো গান, লেন্টিনা আও
সেরা ডেবিউ ফিল্ম:দ্য স্পিরিট ড্রিমস অফ চেরা
সেরা নন-ফিকশন ফিল্ম:ফ্লাওয়ারিং ম্যান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)