Home> বিনোদন
Advertisement

বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর

সম্প্রতি করিনা কাপুর খানের শোয়ে হাজির হন শর্মিলা ঠাকুর, সেখানেই উঠে আসে পুরনো কথা 

বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর

নিজস্ব প্রতিবেদন: মনসুর আলি খান পতৌদির সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, তখন বয়স কম ছিল৷ ওই সময় পুরোপুরি বাঙালি ঘরের মেয়ে ছিলেন তিনি৷ ভাত, মাছ খাওয়া থেকে শুরু, আরও অনেক কিছু, যা একেবারেই অচল ছিল পতৌদি রাজপ্রাসাদে৷ কিন্তু সবকিছুকে সঙ্গে নিয়ে, মানিয়ে নিয়েছিলেন পতৌদি পরিবারের সবাইকে৷ বিয়ের পরের দিনগুলি কেমন ছিল, সম্প্রতি সে বিষয়েই মুখ খোলেন  (Sharmila Tagore) শর্মিলা ঠাকুর৷

আরও পড়ুন :  শর্মিলার জন্মদিনে রণথম্ভোরে পতৌদিরা, দেখুন সইফ, করিনাদের অন্যরকম ছবি
সম্প্রতি (kareena Kapoor Khan) করিনা কাপুর খানের রেডিয়ো শো-তে হাজির হন শর্মিলা৷ বউমার শোয়ে হাজির হয়ে বিয়ের পরের দিনগুলি নিয়ে মুখ খোলেন মনসুর আলি খান পতৌদির বেগম সাহেবা৷ তিনি বলেন, বিয়ের পরও (Rice) ভাত খেতে ভালবাসতেন তিনি৷ কিন্তু পতৌদিদের পছন্দ ছিল রুটি, পরোটা জাতীয় খাবার৷ শুধু তাই নয়, বাঙালি বলে প্রথম থেকেই মাছের প্রতি তাঁরও ছিল অমোঘ টান৷ কিন্তু (Mansoor Ali Khan Pataudi) মনসুর আলি খান একেবারেই মাছ পছন্দ করতেন না৷ ফলে খাবার নিয়ে তাঁদের মধ্য়ে প্রায়শই মতবিরোধ হত বলে জানান শর্মিলা ঠাকুর৷ তবে দুজন দুই প্রান্তের মানুষ হয়েও, শেষ পর্যন্ত তাঁরা একে অপরের সঙ্গে সবকিছু মানিয়ে নিয়ে সংসার করে যান বলে জানান শর্মিলা ঠাকুর৷

আরও পড়ুন : শান্তি নেই? সইফকে নিয়ে সমস্যায় পড়েছেন করিনা?
সম্প্রতি ৭৫-এ পা দেন শর্মিলা ঠাকুর৷ মায়ের জন্মদিন উপলক্ষে এক জায়গায় হাজির হন (Saif Ali Khan) সইফ আলি খান, (Soha Ali Khan) সোহা আলি খান-রা৷ শুধু তাই নয়, মায়ের জন্মদিন উপলক্ষে রণথম্ভোরে হাজির হন পতৌদিরা৷ যেখানে সইফ, সোহার সঙ্গে করিনা, কুণালরাও হাজির হন৷

Read More