Home> বিনোদন
Advertisement

সলমনের অনুমতি মিললেই নাকি অভিনয় করতে পারেন এই বিদেশি অভিনেত্রী!

সলমন খানের অনুমতি ছাড়া তিনি নাকি কোনও ছবিতে কাজ করতে পারেন না। নিজের পছন্দের স্ক্রিপ্ট হলেও নাকি পার্মিশনটা বাধ্যতামূলক। কিন্তু, কে তিনি? অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি যে সলমন খানের গার্লফ্রেন্ড লুলিনা ভান্তুর। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বলিউডে রয়েছে নানা গুজব। যদিও, সেগুলোকে আমল দিতে নারাজ সলমন ও লুলিনা।

সলমনের অনুমতি মিললেই নাকি অভিনয় করতে পারেন এই বিদেশি অভিনেত্রী!

ওয়েব ডেস্ক : সলমন খানের অনুমতি ছাড়া তিনি নাকি কোনও ছবিতে কাজ করতে পারেন না। নিজের পছন্দের স্ক্রিপ্ট হলেও নাকি পার্মিশনটা বাধ্যতামূলক। কিন্তু, কে তিনি? অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি যে সলমন খানের গার্লফ্রেন্ড লুলিনা ভান্তুর। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বলিউডে রয়েছে নানা গুজব। যদিও, সেগুলোকে আমল দিতে নারাজ সলমন ও লুলিনা।

আরও পড়ুন-এই স্টার 'না' বলায় 'সুলতান'-এ সুযোগ সলমনের!

এই মডেল অভিনেত্রীর প্রথম আত্মপ্রকাশ অতুল অগ্নিহোত্রির ছবি 'ও তেরি'-তে। শোনা যাচ্ছে, বর্তমানে সলমান খানের 'সুলতান' ছবিতে সাউন্ডট্রাক-এর পিছনে ছিলেন লুলিনা।

fallbacks

বলা হয়, রুমানিয়ার বাসিন্দা লুলিনা, সলমনের পরিবারের সঙ্গে খুব অত্যন্ত বন্ধুসুলভ। অনেক জায়গাতেই সলমন ও তাঁকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। সুধু তাই নয়, সলমনের পরিবারের সদস্যদের সঙ্গেও কয়েকবার দেখা গেছে তাঁকে।

এদিকে, গুজব ছড়ানোর পর লুলিনা নিজেই জানিয়েছেন তাঁর জীবনের বিষয়ে সলমনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনিই তাঁকে জানিয়েছেন।

Read More