জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকা শেফালী জরীওয়ালার (Shefali Jariwala) মৃত্যুতে স্তম্ভিত বিনোদন জগত থেকে শুরু করে সকলেই। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এক সাক্ষাৎকারে তাঁর এক বন্ধু শেফালীর শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলার সময়ে বলেন, শেফালী খুব স্বাস্থ্যসচেতন ছিলেন এবং সবসময় সঠিকভাবে খাওয়াদাওয়া করতেন।
পূজা জানান, "আসলে ঠিক কী হয়েছে, সেটা ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্টের পরেই জানা যাবে। তবে আমি পরিবার এবং শেফালীর স্বামী পরাগ ত্যাগীর কাছ থেকে যা বুঝেছি, তা হল—মৃত্যুর আগের দিন খুব সুন্দর সত্যনারায়ণ পুজো হয়েছিল। বাড়িটা তখনও সাজানো ছিল যখন আমরা শেফালীকে শেষকৃত্যের জন্য নিয়ে যাই। সেদিন রাতে ফ্রিজে রাখা আগেরদিনের খাবার খেয়েছিল ও, তারপর পরাগকে বলেছিল ওদের পোষ্যকে হাঁটাতে নিয়ে যেতে। পরাগ নিচে যেতেই বাড়ির হেল্পার তাকে ফোন করে বলেন, ‘দিদির শরীরটা ভালো লাগছে না’।"
পূজা আরও বলেন, "পরাগ হেল্পারকে নিচে ডেকে কুকুরটিকে হাঁটাতে বলেছিলেন। পরাগ তখন লিফটের জন্য অপেক্ষা করছিলেন, আর হেল্পার আসার পর পরাগ আবার উপরে যান। পরাগ বলেছিলেন, তখনও শেফালীর হৃত্ স্পন্দন চলছিল, কিন্তু তাঁর চোখ খুলছিল না, আর শরীর একদম ভারী হয়ে গিয়েছিল। তখনই তিনি বুঝতে পারেন, কিছু একটা খুব ভুল হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শেফালীকে মৃত অবস্থায় আনা হয়েছে"।
জানা যায় যে শেফালী নিয়মিত ভিটামিন সি-এর আইভি ড্রিপ নিতেন এবং মৃত্যুর আগের রাতেও তিনি একটি ড্রিপ নিয়েছিলেন। পূজা আরও বলেন, সেদিন রাতেই শেফালীর মৃত্যুর পর তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে, শেফালীকে তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন- Karisma Kapoor's Net Worth: খোরপোশের দরকার নেই! নিজের দমেই আকাশছোঁয়া সম্পত্তির মালিক করিশ্মা...
ডাক্তারদের সন্দেহ, উপবাসের জন্য শেফালীর রক্তচাপ খুব কমে গিয়েছিল। সেই অবস্থায় শরীরে গ্লুটাথায়ন ইনজেক্ট করায় হঠাৎ করে হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে। তবে শেফালীর পরিবারের দাবি, এই ওষুধগুলি খাওয়ার জন্য কোনও চিকিৎসকের পরামর্শ নেননি অভিনেত্রী। তবে এই ওষুধগুলি তাঁর শরীরের উপর কোনও প্রভাব ফেলেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)