Home> বিনোদন
Advertisement

Shefali Jariwala : বাংলাদেশে 'পিরিতির কারবার', শেফালির 'কাঁটা লাগা'...

এর আগে টি-এম রেকর্ডসের গানের ভিডিয়োতে দেখা গিয়েছে মিমি, নুসরত, এমনকি সানি লিওনকেও। 

Shefali Jariwala : বাংলাদেশে 'পিরিতির কারবার', শেফালির 'কাঁটা লাগা'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন। এবার বাংলাদেশের গানের ভিডিয়োতে দেখা যাবে 'কাঁটা লাগা' গার্ল শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)কে। সৌজন্যে, বাংলাদেশের (Bangladesh) টিএম রেকর্ডস। এর আগে টি-এম রেকর্ডসের গানের ভিডিয়োতে দেখা গিয়েছে মিমি, নুসরত, এমনকি সানি লিওনকেও। 

শেফালি যে মিউজিক ভিডিয়োর মডেল হচ্ছেন, সেই গানটির নাম 'পিরিতির কারবার'। গানটি গেয়েছেন নাদিয়া ডোরা। গানের কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন তাপস। ১১ জুলাই, সোমবারই মিউজিক ভিডিয়োর টিজার প্রকাশ করা হয়েছে। টিজার মুক্তির পরই সেই গানের ভিডিয়োতে শেফালির অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। মিউজিক ভিডিয়োর পরিচালক বলিউডের আদিল শেখ। শেফালি জারিওয়ালা নিজেও টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন-মুম্বইয়ে ঘটা করে মেয়েকে সাধ খাওয়াবেন অনিল, সোনমের সাধে আমন্ত্রিত কারা?

 নিজের গানটি প্রসঙ্গে নাদিয়া ডোরা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, 'এই গানটি আমার জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ কারণ, এটিই আমার জীবনে প্রথম মৌলিক গান। এই গানের সঙ্গে অনেক ভালোবাসা আবেগ জড়িয়ে রয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

১৪ জুলাই টিএম রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে 'পিরিতির কারবার'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More