Home> বিনোদন
Advertisement

Chanchal Chowdhury: নুসরাতের পর টার্গেট চঞ্চল! গ্রেফতারির আতঙ্কে কলকাতা সফর বাতিল অভিনেতার?

Chanchal Chowdhury: শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন চঞ্চল চৌধুরী। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের পতনের পর কার্যত কোণঠাসা অভিনেতা।  শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই একটি হত্যা মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। শোনা যায়, সেই মামলায় গ্রেফতারির আতঙ্কে দিন কাটছে অভিনেতার। সেই সংশয়েই নাকি ভারতে আসাও বন্ধ করেছেন চঞ্চল চৌধুরী!

Chanchal Chowdhury: নুসরাতের পর টার্গেট চঞ্চল! গ্রেফতারির আতঙ্কে কলকাতা সফর বাতিল অভিনেতার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসিনা সরকারের (Sheikh Hasina) পতনের পরেই অন্তর্বর্তী সরকারের নিশানায় হাসিনা ঘনিষ্ঠ তারকারা। একের পর এক তারকার সঙ্গে ঘটা নানা ঘটনায় তা পরিষ্কার। শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। নানা অনুষ্ঠানে তাঁকে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছে। এমনকী হাসিনাকে গান শোনানোর ভিডিয়োও ভাইরাল। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের পতনের পর কার্যত কোণঠাসা চঞ্চল। এরই মাঝে গত ১৮ মে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে (Nusraat Faria Arrest) গ্রেফতারির ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এরপরেই নাকি গ্রেফতারির আতঙ্কে দিন গুনছেন চঞ্চল চৌধুরীও। 

আরও পড়ুন- Mainul Ahsan Noble Arrest: ৭ মাস বাড়িতে আটকে লাগাতার ধর্ষণ, দু'কান কাটা নোবেল পালাচ্ছিল সীমান্ত পেরিয়ে! এখন পচবে জেলে...

শোনা যাচ্ছে কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু ফারিয়ার মতোই বিমানবন্দর থেকে গ্রেফতারির ভয়েই নাকি তিনি সেই সফর বাতিল করেছেন। ঢাকার সাম্প্রতিক প্রেক্ষাপটে গ্রেফতারের আতঙ্ক থেকেই তিনি সফর বাতিল করেছেন বলে দাবি। তবে গ্রেফতারির তালিকায় শুধু চঞ্চল নন, রয়েছেন অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতির মতো অনেক তারকার নামই। অভিনেতা নাকি ব্যক্তিগত কারণেই এই অনুষ্ঠান থেকে সরে এসেছেন। যদিও এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

কিন্তু কেন গ্রেফতারির আতঙ্কে রয়েছেন তারকারা? শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেখানে হাসিনা ঘনিষ্ঠ অনেক তারকার নামই যোগ করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলায় মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক নেতা নেত্রী ছাড়াও এই মামলায় আরও ১৩ জন অভিনেতা অভিনেত্রী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার ব্যক্তিরাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সেই তালিকায় একটি নাম চঞ্চল চৌধুরী। 

আরও পড়ুন- Nusraat Faria: অবশেষে মিলল জামিন, আদালতে কান্নায় ভেঙে পড়েন নুসরাত!

সেই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়, যা পরীবাগ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। এই হামলায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ গুরুতর আহত হন। বাদী এম এ হাশেম রাজু এই ঘটনার জন্য চঞ্চল চৌধুরীসহ অন্যান্য আসামিদের দায়ী করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালত শাহবাগ থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এপার বাংলার দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়। তার অভিনীত ‘হাওয়া’, ‘তুফান’ কিংবা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ এ মৃণাল সেন চরিত্রে তাঁর অসাধারণ উপস্থিতি দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও কারাগার ওয়েব সিরিজেও তিনি কলকাতার দর্শকদের মন জয় করেছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More