Home> বিনোদন
Advertisement

যৌন হেনস্থার অভিযোগ, সাজিদের বিরুদ্ধে সরব Sherlyn Chopra

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন শার্লিন 

যৌন হেনস্থার অভিযোগ, সাজিদের বিরুদ্ধে সরব Sherlyn Chopra

নিজস্ব প্রতিবেদন : সাজিদ খানের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগে সরব হলেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সাজিদের বিরুদ্ধে সরব হন শার্লিন। তিনি বলেন, বাবার মৃত্যুর পর ২০০৫ সালে তিনি সাজিদ খানের ( Sajid Khan) সঙ্গে দেখা করতে যান। ওই সময় সাজিদ অশালীন শব্দ প্রয়োগ করে তাঁর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করেন বলিউডের (Bollywood) এই অভিনেত্রী।

দেখুন...

fallbacks

সম্প্রতি জিয়া খানের দিদি সাজিদ খানের বিরুদ্ধে সরব হন। বোনের মৃত্যুর ৭ বছর পর সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটান জিয়ার দিদি। তিনি বলেন, ২০১৩ সালে সাজিদের হাউসফুলের শ্যুটিংয়ের সময় পরিচালক জিয়ার যৌন হেনস্থা করেন। প্রসঙ্গত ২০১৩ সালে হাউসফুল মুক্তির পরপরই মৃত্যু হয় জিয়ার। প্রয়াত অভিনেত্রীর দিদি যখন সাজিদ খানের বিরুদ্ধে সরব হন, সেই সময় পালটা মুখ খোলেন কঙ্গনা রানাউত।

আরও পড়ুন  : ভাঙল গাড়ির কাঁচ, বিপাকে যশ-নুসরত

কঙ্গনা বলেন, জিয়া এবং সুশান্তকে পরিকল্পনা করে শেষ করা হয়েছে। তাঁকেও শেষ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কঙ্গনা। এমনকী, সাজিদ খানের বিরুদ্ধে বার বার অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কীভাবে ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা।

Read More