Home> বিনোদন
Advertisement

টপলেস ছবি পোস্ট করে ট্রোলড শিবানী

 শিবানীকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করতে। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে টপলেস ছবি পোস্ট করেছেন শিবানী। আর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। 

টপলেস ছবি পোস্ট করে ট্রোলড শিবানী

নিজস্ব প্রতিবেদন : গান, মডেলিং এবং অভিনয় এই দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতা দক্ষতার ছাপ রেখেছেন শিবানী দান্ডেকর। এমনকি আইপিএল-এর সঞ্চলনাও করেছেন তিনি। তাঁর শেষ দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা অভিনীত 'নূর' ফিল্মে। শিবানীকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করতে। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে টপলেস ছবি পোস্ট করেছেন শিবানী। আর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। 

ছবিতে অর্ধনগ্ন অবস্থায় ধরা দিয়েছেন শিবানী। ক্যাপশনে লিখেছেন 'mid week slump'

 

A post shared by Shibani Dandekar (@shibanidandekar) on

যদিও এই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছেন শিবানী দান্ডেকর। কেউ তো আবার শিবানীর উদ্দেশ্যে লিখেছেন, 'জাদা নেহি হো গ্যায়া'। তবে কেউ কেউ আবার শিবানীর এই সাহসী ফটোশ্যুটের প্রশংসাও করেছেন। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহু সাহসী ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করতে দেখা গেছে মডেল, অভিনেত্রীকে।

 

 

A post shared by Shibani Dandekar (@shibanidandekar) on

 

 

A post shared by Shibani Dandekar (@shibanidandekar) on

 

 

A post shared by Shibani Dandekar (@shibanidandekar) on

তবে শুধু শিবানীই নয়, এর আগে বোল্ড ছবি পোস্ট করে সোশ্যাল সাইটে ট্রোল হতে হয়েছিল তাঁর বোন অনুষ্কা দান্ডকরকেও। 

Read More