নিজস্ব প্রতিবেদন: তিনি সত্যজিৎ রায়ের 'বিমলা'। সেই পরিচয়টাই তাঁর বড় হয়ে গিয়েছিল। অথচ তিনি ছিলেন থিয়েটারের সম্রাজ্ঞী। তিনি স্বাতীলেখা সেনগুপ্ত(Swatilekha Sengupta)। ২২ মে তাঁর জন্মদিন, বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৭২ বছর। তাঁর জন্মদিন উপলক্ষেই দুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত শেষ ছবি 'বেলাশুরু'(Belashuru)। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি। প্রিয় স্বাতীদিকে জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee)।
জি ২৪ ঘণ্টাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন,'২২ মে স্বাতীদির জন্মদিন। সেই উপলক্ষেই এই ছবি রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ২০ মে। কাকতালীয়ভাবে সেদিন আমার জন্মদিন। স্বাতীদির জন্মদিনে হয়তো বেস্ট গিফট আমরা দিতে পেরেছি। যেখানেই স্বাতীদি আছেন, সবটাই দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গেই আছেন স্বাতীদি। আমি স্বাতীদিকে বলব, স্বাতীলেখা সেনগুপ্ত তুমি আমার ডার্লিং, আমার বক্স অফিস কুইন, তুমি আমার সবকিছু। স্বাতীদি দেখতে পাচ্ছ তো, এতো মানুষ তোমাকে দেখতে পাগলের মতো সিনেমাহলে যাচ্ছে। তোমাকে আর সৌমিত্রদাকে দেখতে যাচ্ছে। এই জুটি ভাবা যায় না, কী অসাধারণ লাগছে ওঁদের পর্দায়।'
ছবি নিয়ে কেমন রিপোর্ট পাচ্ছেন ডিস্ট্রিবিউটরদের থেকে? পরিচালক লেখেন, 'অসম্ভব ভালো। আড়াই বছর বাদে আমাদের ছবি রিলিজ করেছে। দর্শক যে এইভাবে সিনেমাহলে এসেছেন, তারজন্য ধন্যবাদ। আমি বরাবরই বলেছি পষ্টিমবঙ্গের দর্শকের থেকে ভালো দর্শক আর হয় না। তাঁরা যেকোন প্রতিবন্ধকতাকে সরিয়ে সিনেমা হলে আসেন। আমরা প্রতিবারই কোনও না কোনও নতুন বিষয় নিয়ে সিনেমা করার চেষ্টা করি। তাকে যেভাবে পশ্চিমবঙ্গে দর্শক স্বাগত জানান তাঁদের কাছে আমার মাথা নত, তাঁদের অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: Aye Khuku Aye: স্টার থিয়েটারে 'আয় খুকু আয়'-এর ট্রেলার লঞ্চ, নেপথ্যে রয়েছে প্রসেনজিতের ব্যক্তিগত কারণ