Home> বিনোদন
Advertisement

পর্নোগ্রাফি মামলায় Raj-র গ্রেফতারির পর Shilpaর পাশে Madhavan

পর্নোগ্রাফি মামলায় শিল্পার (Shilpa Shetty) বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন ঠিকই, তেমনই অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন অনেকে। পরিচালক হনসল মেহতা (Hansal Mehta), অভিনেত্রী রিচা চাড্ডার (Richa Chadha) পর এবার শিল্পার পাশে দাঁড়িলেন আর মাধবন (R Madhavan)। শিল্পার পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

পর্নোগ্রাফি মামলায় Raj-র গ্রেফতারির পর Shilpaর পাশে Madhavan

নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শিল্পার (Shilpa Shetty) বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। তেমনই অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। পরিচালক হনসল মেহতা (Hansal Mehta), অভিনেত্রী রিচা চাড্ডার (Richa Chadha) পর এবার শিল্পার পাশে দাঁড়িলেন আর মাধবন (R Madhavan)। শিল্পার পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কঠিন সময়ে শিল্পার পাশে দাঁড়িয়ে অভিনেত্রীর উদ্দেশ্যে মাধবন লেখেন, ''যে কয়েকজন শক্ত মানুষকে চিনি, তুমি তাঁদের মধ্যে একজন। ভেঙে পড়ো না। জানি, এই কঠিন দিনগুলি তুমি কাটিয়ে উঠবে। আমার প্রার্থনা সবসময় তোমার ও তোমার পরিবারের পাশে আছে।''

আরও পড়ুন-পর্নকাণ্ডে Raj Kundra-র গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট ৯ বছরের ছেলের

fallbacks

আরও পড়ুন-Gauri, Priyanka থেকে Kim Kardashian, দেখুন হলি থেকে বলি তারকাদের মোহময়ী স্নানঘর

প্রসঙ্গত, পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার বিবৃতি জারি করেছেন শিল্পা। লম্বা পোস্টে শিল্পা লেখেন, ''হ্যাঁ গত কয়েক দিন প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। অনেক গুজব ও অভিযোগ উঠেছে। আমার উপর মিডিয়াতে অনেক অযৌক্তিক আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয় যাঁদের শুভাকাঙ্ক্ষী মনে করতাম, তাঁরাও আমায় আক্রমণ করতে ছাড়েননি। প্রচুর ট্রোলিং, প্রশ্ন সামনে এসেছে, শুধু আমার কাছে নয়, আমার পরিবারের কাছেও। আমার অবস্থান নিয়ে আমি এখনও মন্তব্য করিনি এবং এই ক্ষেত্রে আমি কোনও মন্তব্য করবও না। কারণ এটি বিচারাধীন, তাই দয়া করে আমার পক্ষ থেকে মিথ্যা বক্তব্য হিসাবে কোনও মন্তব্য প্রকাশ করবেন না।''

শিল্পা  (Shilpa Shetty) লেখেন, ''আমার পরিবারের তরফে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, বিশেষ করে একজন মা হিসাবে অনুরোধ আমার সন্তানের স্বার্থে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন এবং আপনাদের অর্ধেক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।''

শিল্পা  (Shilpa Shetty) আরও লেখেন, ''আমি এমন একজন নাগরিক যিনি দেশের আইন মেনেই চলেন, গত ২৯ বছর পেশাগত দিক থেকেও আমি অনেক পরিশ্রম করেছি। মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি তাঁদের নিরাশ করিনি। এই সময়ে গোপনীয়তা আমার ও আমার পরিবারের অধিকার। আমরা মিডিয়া ট্রায়ালের যোগ্য নই। অনুগ্রহ করে আইনকে তার পথ চলতে দিন। সত্যমেব জয়তে!''  

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More