নিজস্ব প্রতিবেদন : শিল্পা শেঠি অন্তঃসত্ত্বা। শিল্পার বোন শমিতাকে সেই খবর জানালেন পরিচালক অনুরাগ বসু। অবাক লাগছে তো শুনতে? ভাবছেন, দ্বিতীয়বার মা হচ্ছেন শিল্পা, সেই খবর রাজ কুন্দ্রা শমিতাকে না জানিয়ে কেন অনুরাগ জানালেন, তাইতো?
আরও পড়ুন : নয়া ফটোশুটে উত্তাপ ছড়াচ্ছেন দিশা
ঘটনাটা খুলেই বল যাক তাহলে। বর্তমানে একটি রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করছেন শিল্পা এবং অনুরাগ। শো-এর মাঝে লুকিয়ে শিল্পার ফোন নিয়ে শমিতাকে ওই কথা জানান অনুরাগ। দিদির দ্বিতীয়বার মা হওয়ার খবরে রীতিমত চমকে যান শমিতা। এরপর থেকেই দিদিকে ফোন এবং এসএমএস করে সেই কথা জিজ্ঞাসা করতে শুরু করেন শমিতা শেঠি।
বোনকে অনেক বুঝিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে শিল্পা জানতে পারেন, ওই কাজ আসলে অনুরাগ বসুর। মজা করতেই শমিতাকে এসএমএস করেন তিনি।