Home> বিনোদন
Advertisement

এই রূপে সানি লিওনকে দেখেননি কখনও...(ভিডিওটি দেখুন)

প্রত্যেকবারই নতুন নতুন রূপে সকলের সামনে হাজির হন এই বলিউড ডিভা। কখনও বিজ্ঞাপণে। আবার কখনও সিনেমায়। সে তিনি যেভাবেই হাজির হন না কেনও...প্রতিবারই নিজের ফ্যানেদের আকর্ষণ করেছেন।

এই রূপে সানি লিওনকে দেখেননি কখনও...(ভিডিওটি দেখুন)

ওয়েব ডেস্ক : প্রত্যেকবারই নতুন নতুন রূপে সকলের সামনে হাজির হন এই বলিউড ডিভা। কখনও বিজ্ঞাপণে। আবার কখনও সিনেমায়। সে তিনি যেভাবেই হাজির হন না কেনও...প্রতিবারই নিজের ফ্যানেদের আকর্ষণ করেছেন।

তবে এবার তিনি যা করলেন, তাতে ভিডিওটি দেখে হেসে কুটিপাটি হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। দিন কয়েক আগেই তিনি দেখা করেন WWE-র প্রাক্তন রেসলার গ্রেট খলির সঙ্গে। তাঁর সঙ্গে একটি সেলফিও তোলেন। আর তারপর বাড়ি ফিরে খলির বিভিন্ন স্টান্সও নক করেন। সেই ভিডিওটি নিজের ইন্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেছেন সানি।

ছবি ও ভিডিওটি পোস্ট করার পর বর্তমানে তা ভাইরাল...

 

Haha yup I'm weird! But I had to pull out the the great Khali vice grip! @sunnyrajani @tomasmoucka

A video posted by Sunny Leone (@sunnyleone) on

Read More