জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিজিটাল বিপাকে দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল(Shryea Ghoshal)। ইনস্টাগ্রামে শনিবার গায়িকা জানিয়েছেন যে তাঁর এক্স অ্যাকাউন্ট বিগত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে গিয়েছে। ইতোমধ্যেই এক্স টিমের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন কিন্তু বহু চেষ্টা করেও প্রোফাইলটি তিনি পুনরুদ্ধার করতে পারছেন না।
শনিবার শ্রেয়া লেখেন, 'আমার অনুরাগীরা ও বন্ধুদের হ্যালো। আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে। এক্স টিমের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমত সব রকম চেষ্টাই আমি করেছি। কিন্তু কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া অতিরিক্ত কিছু জানা যায়নি বা আমার তাতে কোনো উপকার হয়নি। এমনকী আমি আমার (Shryea Ghoshal) অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছি না। আমার অ্যাকাউন্টে নিজে লগ ইনও করতে পারছি না। ফলে আমার সেই অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা কোনও মেসেজ আপনাদের কাছে গেলে বিশ্বাস করবেন না, ভুলেও ক্লিক করবেন না। সেগুলি সবই স্প্যাম এবং প্রতারণামূলক কাজের অংশ হতে পারে। যদি এই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারি তাহলে নিজে আমি একটি ভিডিয়ো করে সকলকে আবার জানাব'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বর্তমানে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসাবে দেখা যাচ্ছে তাঁকে। এছাড়াও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থূলত্ব কমিয়ে ফিট থাকার কর্মসূচীর প্রশংসা করে খবরের শিরোনামে উঠে আসেন শ্রেয়া। তাঁর ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী জি স্থূলতা বিরোধী একটি দুর্দান্ত অভিযান শুরু করেছেন। আমাদের দেশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বব্যাপী তার ছাপ ফেলছে, তাই এটি সময়ের দাবি। এটি আমাদের স্বাস্থ্যকে সুশৃঙ্খল করে তোলার মাধ্যমে শুরু হয়। আসুন আমরা সঠিক খাবার খাওয়ার, তেলের ব্যবহার কমানোর, চিনির ব্যবহার কমানোর, পুষ্টিকর খাবার খাওয়ার, মৌসুমী খাবার খাওয়ার এবং ছোট বাচ্চাদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিই। এটি আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ। তাই, আসুন ঘরে ছোট ছোট পরিবর্তন করি এবং আমাদের দেশে একটি বড় প্রভাব তৈরি করি।”
আরও পড়ুন- Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' হয়েই এবার বড় পর্দায় সব্যসাচী, প্রকাশ্যে ফার্স্টলুক...
তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সুস্থতা এবং সুষম জীবনধারা প্রচারের স্থূলতা বিরোধী স্থূলতার বিরুদ্ধে লড়াই অভিযানের অংশ হতে পেরে সত্যিই সম্মানিত... আসুন এগিয়ে যাই এবং একটি সুস্থ ভারতের দিকে কাজ করি, কারণ এটিই আসল সম্পদ যা আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে পারি।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)