Home> বিনোদন
Advertisement

Covid ভ্যাকসিন-এর প্রথম ডোজ নিলেন 'নতুন মা' Shreya Ghoshal

গায়িকার আবেদন, চিকিৎসকের পরামর্শ মতো নতুন মা-রা এই ভ্যাকসিন নিতে পারেন, এতে ভয়ের কিছু নেই। 

 Covid ভ্যাকসিন-এর প্রথম ডোজ নিলেন 'নতুন মা' Shreya Ghoshal

নিজস্ব প্রতিবেদন : সবে মাত্র মা হয়েছেন, সোমবার Covid- ভ্যাকসিন-এর প্রথম ডোজ নিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ভ্যাকসিন নেওয়ার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শ্রেয়া (Shreya Ghoshal)। পাশাপাশি গায়িকার আবেদন, চিকিৎসকের পরামর্শ মতো নতুন মা-রা এই ভ্যাকসিন নিতে পারেন, এতে ভয়ের কিছু নেই। 

শ্রেয়া (Shreya Ghoshal) ইনস্টাগ্রামে ভ্যাকসিন নেওয়ার একটি ভি়ডিয়ো পোস্ট করেছেন। লিখেছেন, ''দেবায়ন বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে ভ্যাকসিন-এর প্রথম ডোজ নিতে এসেছি। আমার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিন নতুন মায়েদের জন্য নিরাপদ। আপনিও যদি নতুন মা হন, তবে আপনিও এটা নিতে পারেন।'' হ্যাশট্যাগে কোভিশিল্ড লিখেছেন শ্রেয়া। 

আরও পড়ুন-টুপির আড়ালে নিজেকে লুকোলেন সানি, এসে গেল Dabboo Ratnani-র নতুন ক্যালেন্ডার

প্রসঙ্গত, গত ২২ মে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও শিলাদিত্য মুখোপাধ্যায়ের পরিবারে এসেছে নতুন অতিথি। কিছুদিন আগেই অনুরাগীদের জন্য ছেলের প্রথম ছবিও প্রকাশ করেছেন গায়িকা। ছেলের নাম রেখেছেন দেবায়ন। শ্রেয়ার মা হওয়ার খবরে গায়িকাতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More