জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কঙ্গনা রানাউত (Kangana Ranaut), অনুপম খেরের (Anupam Kher) পর এবার শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade), 'ইর্মাজেন্সি' (Emergency) ছবি ঘিরে একের পর এক চমক। ইন্দিরা গান্ধী(Indira Gandhi)র সঙ্গে জড়িয়ে রয়েছেন যে দুই বিশিষ্ট রাজনীতিবিদ, তাঁরা হলেন জয়প্রকাশ নারায়ণ (Jayaprakash Narayan) এবং অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। আর এই দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ে। এর আগেই ইন্দিরা গান্ধী, জয়প্রকাশ নারায়ণের লুকে চমকে দিয়েছেন কঙ্গনা এবং অনুপম খের, আর এবার শ্রেয়সের পালা। বুধবার অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় সামনে এলেন শ্রেয়স।
বুধবার নিজের অটল বিহারী বাজপেয়ী লুক সামনে এনে টুইট করেছেন শ্রেয়স তালপাড়ে। শ্রেয়স লিখেছেন, 'একইসঙ্গে সর্বোত্তম প্রিয়, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের কাছের মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে খুশি তো বটেই একই সঙ্গে সম্মানিত বোধ করছি। আশা রাখি, আমি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব। এটা #জরুরী অবস্থার সময়! গণপতি বাপ্পা মোরিয়া।'
আরও পড়ুন-রুক্মিণীর সামনেই দেব-এর প্রতিযোগী হয়ে উঠলেন জিৎ, জয়ী কে?
Honoured & Happy to play one of the most Loved, Visionary, a true patriot & Man of the masses…Bharat Ratna Atal Bihari Vajpayee ji. I hope I live up to the expectations.
— Shreyas Talpade (@shreyastalpade1) July 27, 2022
It’s time for #Emergency!
Ganpati Bappa Morya pic.twitter.com/kJAxsXNeBd
'ইমার্জেন্সি' ছবিতে একই সঙ্গে অভিনয় এবং পরিচালনা দুটোই করছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পাশাপাশি এই ছবির প্রযোজনাও করছেন কঙ্গনার 'মণিকর্ণিকা ফিল্মস'। এর আগে টিজারে ইন্দিরা গান্ধীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন কঙ্গনা। টিজারে দেখা যায়, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে গলার আওয়াজ, সবটাই বদলে ফেলেছেন নায়িকা। টিজারের ঝলক দেখে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। টিজার ও পোস্টার শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, 'বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও বিতর্কিত নারীর চরিত্র চিত্রায়ন করছি। যাঁকে ম্যাডা নয়, সকলে স্যার বলতেন'।
আরও পড়ুন-'ভয়কে জয় করো, ঝাঁপ দাও', পাহাড়ে উঠে ছেলেকে বললেন হৃত্বিক
নিজের ছবিতে অটল বিহারী বাজপেয়ীর চরিত্র প্রসঙ্গে এর আগে কঙ্গনা বলেন, 'শ্রীমতি গান্ধী যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন অটল বিহারী বাজপেয়ী একজন তরুণ রাজনীতিবিদ, শ্রেয়স সেই চরিত্রে অভিনয় করছেন । অটল বিহারী বাজপেয়ী জরুরী অবস্থার সময়কালীন অন্যতম নায়ক। আমরা সৌভাগ্যবান যে তাঁর চরিত্রে শ্রেয়সের মতো বহুমুখী প্রভিভাবান একজন অভিনেতাকে আমরা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় ওঁর অভিনয় সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে।'