Home> বিনোদন
Advertisement

Valentines Day 2022: অসুস্থ শরীরে ৪ ঘণ্টার জার্নি, ভ্যালেন্টাইনস ডে-তে স্বর্ণেন্দুকে সারপ্রাইজ শ্রুতির

কেমন কাটছে 'শ্রুনেন্দু'-র প্রেম দিবস? 

Valentines Day 2022: অসুস্থ শরীরে ৪ ঘণ্টার জার্নি, ভ্যালেন্টাইনস ডে-তে স্বর্ণেন্দুকে সারপ্রাইজ শ্রুতির

নিজস্ব প্রতিবেদন: টেলিপাড়ার জনপ্রিয় জুটি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(Swarnendu Samaddar) ও অভিনেতা শ্রুতি দাস(Shruti Das)। তাঁদের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগেও বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শ্রুতি জানিয়ে দেন যে, তাঁদের সম্পর্ক প্রথমদিনের মতোই অটুট। এবছর ভ্যালেন্টাইনস ডে-তে বোঝা গেল, প্রেমে কমতি তো হয়নিই বরং সময়ের সঙ্গে বেড়েছে। এবছর প্রেম দিবস কীভাবে সেলিব্রেট করছেন এই লাভ বার্ডস। 

শ্রুতি জানান, 'দুদিন আউটস্টেশন ছিলাম, আজ সকালেই কলকাতায় ফিরেছি আর অন্যদিকে স্বর্ণেন্দু রয়েছে শান্তিনিকেতনে। ওর নতুন ধারাবাহিক আসছে 'গৌরী এলো'(Gouri Elo)। সেই ধারাবাহিকের আউটডোর শুট চলছে শান্তিনিকেতনে (Shantiniketan)। আমি ওকে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়েই শান্তিনিকেতন আসি। ওর মন্দিরের সেট হয়েছে সেখানেই হাজির হয়েছি। কলকাতা থেকে যেতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে জেনেই বেলা ১২ নাগাদ রওনা দিই। আমার সঙ্গে রয়েছে আমার দুই পার্টনার ইন ক্রাইম, আমার ননদ ও ভাগ্নে। আমার সঙ্গে বারোটার সময় ভিডিও কল করার কথা ছিল কিন্তু আমি তা সকালেই সেরে নিই, কারণ বারোটায় আমার বেরোনোর কথা ছিল। সকাল থেকেই মনখারাপ স্বর্ণেন্দুর। শান্তিনিকেতন থেকে আমার জন্য একটা ড্রেস কিনেছে। ভিডিও কলে বলে, আবার যেদিন দেখা হবে সেদিন দেব। আগামী বছর একসঙ্গে কাটাবো ভ্যালেন্টাইনস ডে। আমি কিন্তু এক সপ্তাহ আগেই ঠিক করে নিয়েছিলাম কিন্তু ওকে জানাইনি। আমার শরীর খারাপ তাও ঠিক করেছিলাম আমি যাবোই। ও আমায় সারাদিন ঘুমোতে বলেছে। মা-কে, শাশুড়িকে বলে রেখেছি যদি ফোন করে মাঝে তাহলে যেন বলে যে আমি ঘুমাচ্ছি। এমনকি আমার ননদের খবর নিলেও যেন বলে ও ঘুমাচ্ছে।' মজার প্ল্যান শেয়ার করে নিজেই হেসে ফেলেন নায়িকা। 

fallbacks
 
উপহার হিসাবে কী কিনলেন? সেই প্রশ্নের উত্তরে শ্রুতি জানান, 'সময়ের কারণে আমি কোনও উপহার কিনতে পারিনি কিন্তু এমনিতেও কোনও বস্তু উপহার হিসাবে দেওয়ার থেকে এরকম সারপ্রাইজ বেশি দামি বলে মনে হয়।'টেলিপাড়ার অন্যতম সেরা এই জুটি অনেক দিক থেকেই বেশ আলাদা, সেরকমই অনন্য তাঁদের প্রেমের শুরুটাও। ত্রিনয়নী ধারাবাহিক শুরু হওয়ার পাঁচ মাসের মাথায় পরিচালককে প্রোপোজ করেছিলেন নায়িকা। পরিচালক মশাই একেবারেই সেই প্রোপোজাল স্বীকার করেননি। তিন মাস ভেবেছেন, তারপর নায়িকার জন্মদিনে সেই প্রেমের প্রস্তাব গ্রহণ করেন। শ্রুতি বলেন, 'আমার জন্মদিন ও প্রেমবার্ষিকী একই দিনে। বিগত দুবছর আমরা একসঙ্গে রয়েছি। আশা করি আগামী সব ভ্যালেন্টাইনস ডে আমরা একসঙ্গে থাকব।'

আরও পড়ুন: Exclusive Nusrat-Yash: 'এরকম মানুষের থেকে দূরে থাকতে হয়', নুসরত সম্পর্কে একথা কেন বললেন যশ?
 
কবে বিয়ে করছেন? একথা জিগেস করতেই শ্রুতির জবাব,'সেটা এখনই বলতে পারছি না। আশা করি আগামী দুবছরের মধ্যে বিয়ে করতে পারব। আমরা শুধু মাত্র প্ল্যান করতে পারি কিন্তু ঐ যে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এখানে সেরকমই অবস্থা। আমাদের কিছুই বেশি প্ল্যান করলে হয় না, তাই বেশি পরিকল্পনা আমরা করি না। আস্তে আস্তে প্ল্যান করছি, ঠিক সময়ে হয়ে যাবে।'

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More