Home> বিনোদন
Advertisement

মেয়ে পলককে নিয়ে নিয়ে পোস্ট, দ্বিতীয় স্বামী অভিনবের কীর্তিতে চটলেন শ্বেতা

শ্বেতা-অভিনবের সম্পর্কে টানাটানি, একে অপরের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মেয়ে পলককে নিয়ে নিয়ে পোস্ট, দ্বিতীয় স্বামী অভিনবের কীর্তিতে চটলেন শ্বেতা

নিজস্ব প্রতিবেদন : গত বছর শ্বেতা তিওয়ারির সঙ্গে অভিনব কোহলির বিবাহ-বিচ্ছেদ নিয়ে জলঘোলা হয়েছিল। প্রথমপক্ষের সন্তান পলকের সঙ্গে খারাপ আচরণ করেছেন অভিনব। দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন শ্বেতা। যা নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। শ্বেতা ও অভিনবের আইনি বিচ্ছেদ ছিল শুধুই সময়ের অপেক্ষা। এদিকে নতুন করে অভিনব কোহলির একের পর এক কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণে শ্বেতা-অভিনবের সম্পর্কে টানাটানি, একে অপরের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনব কোহলি সোশ্যাল মিডিয়ায় শ্বেতা তিওয়ারি ও তাঁর মেয়ে পলককে (প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর সন্তান) উদ্দেশ্য করে কিছু পোস্ট শেয়ার করেন। যেখানে অভিনব পলককে প্রশ্ন করেছেন, লভু (পলককে এই নামেই ডাকেন অভিনব) তুমি কেন এই পোস্ট ডিলিট করেছো? অভিনব পলক তিওয়ারির যে পোস্টটি শেয়ার করেছেন, সেটি ২০১৯-এর অগস্টের পোস্ট। যেখানে পলক অভিযোগ করেছিলেন, যে দুটো বিয়েতেই তাঁর মা শ্বেতাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর তাঁর মায়ের দ্বিতীয় স্বামী অভিনব তাঁর সঙ্গে অসৎ আচরণ করছেন, তাঁকে খারাপভাবে স্পর্শ করেছেন। যদিও এই পোস্টটি পলক তিওয়ারি পরে ডিলিট করে দেন। 

আরও পড়ুন-বিদেশে শ্যুটিংয়ে গিয়ে বিদেশিনী বৃদ্ধার সঙ্গে জমিয়ে নাচ জিৎ-এর, উঠে এল মজাদার ভিডিয়ো

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lovu why would you delete this post from your Instagram?

A post shared by Abhinav Kohli (@abhinav.kohli024) on

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি নিউজ পোর্টালে অভিনব জানান, তিনি আর শ্বেতা বর্তমানে একসঙ্গেই থাকেন। যদিও পরে আবার তা পরোক্ষভাবে অস্বীকারও করেন। তবে তিনি আর শ্বেতা যে বর্তমানে একসঙ্গে থাকেন, তা স্পষ্ট করতে শ্বেতার সঙ্গে হওয়া কিছু হোয়াটসআপ চ্যাটও শেয়ার করেন অভিনব কোহলি। যেটি শ্বেতা ও তাঁর ২০২০ সালে ১২ এপ্রিলের কথোপকথন বলে দাবি করেন অভিনব। যেখানে তাঁদের কথায় উঠে এসেছে লভু কথা, যিনি হলেন শ্বেতার মেলে পলক। একথাও লিখে দেন শ্বেতার বর্তমান স্বামী।

আরও পড়ুন-ভীষণ খিদে পাওয়ায় শাহরুখের বাড়ি ঢুকে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ, তারপর কী ঘটেছিল?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This is our conversation on the 12th April 2020. Lavu/Lovu is Palak Tiwari. I am a victim of victim card.

A post shared by Abhinav Kohli (@abhinav.kohli024) on

এদিকে E-times-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনব কোহলি বলেন, ''আমি আগে যা বলেছিলাম, এখনও তাই বলছি। শ্বেতা আমার বিরুদ্ধে পুলিসের কাছে কোনও অভিযোগ জানায় নি। ২০১৯-এর ১১ অগস্ট আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল, সেটা শ্বেতা তিওয়ারি করেননি।''

এদিকে অভিনব কোহলির এই কথাবার্তা প্রসঙ্গে শ্বেতা তিওয়ারি অবশ্য মুখ খুলতে চাননি। তিনি বলেছেন, ''আমি এখনই কিছু বলতে চাই না। আমি শুধু খবরগুলো পড়ছি। আমার যা বক্তব্য আমি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করবো।''

এদিকে সম্প্রতি শ্বেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের স্ক্রিনশট গিয়ে কয়েকটি লাইন হাইলাইট করেছেন। যেখানে লেখা, ''যতক্ষণ না গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সত্যটা জানে, ততক্ষণ আমি বাকিদের নিয়ে চিন্তা করি না। তার থেকে ঘুমানো ভালো।''

fallbacks

আরও পড়ুন-করোনার থাবা, সিল করে দেওয়া হল মালাইকা অরোরার অ্যাপার্টমেন্ট 

এদিকে শ্বেতা আর অভিনব এখনও একসঙ্গেই থাকছেন, এই খবরে শ্বেতা সরাসরি কোনও মন্তব্য না করেন, ''আজকাল যে কাউ যা খুশি বলেন। সহজেই মিথ্যা বলে দেন।'' যদিও শ্বেতা যখন তাঁদের একসঙ্গে থাকার খবর অস্বীকার করছেন, তখনই অভিনব শ্বেতার সঙ্গে ঘরোয়া কথাবার্তা প্রকাশ্যে এনেছেন। পরে আরও কিছু ভিডিয়ো প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। যদিও শ্বেতা বা পলক এবিষয়ে কোনও মন্তব্যই করেননি।

Read More