Home> বিনোদন
Advertisement

বিতর্কে থেকেও 'সিমরন'-কে বক্স অফিসে সফল করতে পারলেন না কঙ্গনা

বিতর্কে থেকেও 'সিমরন'-কে বক্স অফিসে সফল করতে পারলেন না কঙ্গনা

ওয়েব ডেস্ক: ছবি মুক্তির আগেই একের পর এক বিতর্ক বাঁধিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। হৃতিক রোশন থেকে বলিউডে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন। যোনি, ক্লিভেজ নিয়ে এআইবি-র প্যারোডি গানে অভিনয়ও করেছেন। কিন্ত এত বিতর্কের পরও বক্স অফিসে সাফল্যর মুখ দেখতে পারল না কঙ্গনার 'সিমরন'।

প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অবশ্য  'সিমরন'-এর কালেকশন কিছুটা বেড়েছে। হনশল মেহতার ছবি দুদিনে ছয় কোটি টাকা পেরিয়েছে। শুক্রবার ছবিটি আয় করেছিল ২.৭৭ কোটি টাকা। শনিবার তা বেড়ে হয়েছে ৩.৭৫ কোটি। দুদিনে ৬.৫৩ কোটি টাকা আয় করেছে সিমরন। দ্বিতীয় দিনে ছবির কালেকশন বেড়েছে ৩৫.৭৪ শতাংশ। 

 'সিমরন'-এ কঙ্গনা ক্লেপটোম্যানিকের ভূমিকায়। নারীকেন্দ্রিক এই ছবিতে কঙ্গনার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের।   

আরও পড়ুন, জানেন অভিনয় ছেড়ে দেওয়ার পর কি করবেন কঙ্গনা রানাওয়াত? জানালেন নিজেই

Read More