নিজস্ব প্রতিবেদন- নিজের স্টাইলেই ছক্কা হাঁকালেন সঙ্গীতশিল্পী অভিজিৎ (Abhieet Bhattacharya)। বাংলায় মাস্কহীন নেতাদের দাপাদাপিতে এবার বাংলার মানুষকে সচেতন করে তুলতে গান বাঁধলেন তিনি। আর সেই গান রেকর্ড করে পাঠালেন Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে। গানের কথায় বললেন,
‘অক্সিজেন নেই, মেডিসিনও নেই
হসপিটালে কোনও বেড নেই
নেতারা ব্যস্ত প্রচারে
ওদের পয়সা নষ্ট করো না
ভোট না দিয়ে মরো না
ভোট দেবার পরে মরো না।’
শুনে নিন অভিজিতের কণ্ঠে সেই গান-
'Suno na Suno na' র সুরে কোভিড বার্তা Abhijeet এর,
— zee24ghanta (@Zee24Ghanta) April 23, 2021
গানটি গেয়ে ZEE 24 Ghanta কে নিজেই পাঠালেন#COVID19India #COVIDEmergency2021 #ZEE24Ghanta pic.twitter.com/kJ5rcaVhEj
করোনা আবহে সচেতনতার নানা আঙ্গিক বের করছেন অভিনেতা, সঙ্গীতশিল্পীরা। দেব (Dev) যেমন টুইট খোঁচায় ব্যস্ত রেখেছেন রাজনৈতিক নেতা (Political Leaders) থেকে সাধারণ মানুষকে, অভিজিৎ এবার গান গেয়ে প্রায় সেই রাস্তাতেই হাঁটলেন। তাঁর গানেও রসবোধ যথেষ্ট। রূপকের মাধ্যমে রাজনীতিবিদদের খোঁচা তো দিলেনই, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে তাঁদের অসহায়তার কথা বোঝানোরও চেষ্টা করলেন। প্রসঙ্গত, দাদাঠাকুর সেসময়ে গান বেঁধেছিলেন
'ভোট দিয়ে যা, আয় ভোটার আয়
মাছ কুটলে মুড়ো দিব
গাই বিয়োলে দুধ দিব
দুধ খেতে বাটি দিব
সুদ দিলে টাকা দিব
মিটিং যাব না
অবসর পাব না
কোনও কাজে লাগব না'।
শুনুন, সেদিনের সেই গানও-
আরও পড়ুন: ভোটপর্ব মিটিয়ে ছেলের কাছে ফিরলেন Raj, মা কাছে নেই, বাবাকে পেয়ে খুশি ইউভান
আসলে এধরণের রম্যগীতিও বরাবরই বাঙালীর ভোট সংস্কৃতির অঙ্গ।