Home> বিনোদন
Advertisement

Singer KK Dies: "একজন স্বার্থপর মানুষ, ধিক্কার!', রূপঙ্করকে নিয়ে লিখলেন রূপাঞ্জনা, ক্ষমা চাইতে বললেন অগ্নিদেব

অগ্নিদেব চট্টোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে লেখেন, "রূপঙ্কর বাগচী পোস্টটি ডিলিট করুন এবং ক্ষমা চান। আপনি এটার থেকে আরও ভাল কিছুর যোগ্য।"

Singer KK Dies:

নিজস্ব প্রতিবেদন: সোমবার কলকাতায় কেকে'র (KK) একটি অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যা নিয়ে নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পড়েন তিনি। এরপর মঙ্গলবার কেকে'র (KK) অকাল প্রয়াণ। এরপর সোশ্যাল মিডিয়ায় কার্যত বাঙালি সঙ্গীত শিল্পীকে তুলোধনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। গায়কের ব্যবহার নিয়ে সরব হলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)।

ফেসবুকে রূপাঞ্জনা মিত্র লেখেন, "শেম অন ইউ মিস্টার রূপঙ্কর বাগচী। আপনি একজন বোকা স্বার্থপর মানুষ ছাড়া আর কিছুই নন। আপনি আগে আপনার মনের সংকীর্ণতা সরান। তারপর কেকে'র সঙ্গে নিজের তুলনা করতে আসবেন। আপনার জাতীয় পুরস্কারটি পাওয়া আপনার কাল। আগে বড় মনের মানুষ হন। বাঙালি শিল্পী হয়ে আপনি কতটা ছোট মনের পরিচয় দিলেন, আজ এই ভিডিওতে স্পষ্ট। ধিক্কার! কেকে অনেক আগে আমাদের মন জয় করেছেন, শুধু তাঁর সৎ গায়কি দিয়ে। এভাবে তাকে ছোট করার অধিকার আপনাকে কেউ দেয়নি। হ্যাঁ আমি কেকে'র ভক্ত এবং আপনার ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ।"

fallbacks

অগ্নিদেব চট্টোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে লেখেন, "রূপঙ্কর বাগচী পোস্টটি ডিলিট করুন এবং ক্ষমা চান। আপনি এটার থেকে আরও ভাল কিছুর যোগ্য।"

fallbacks

কী বলেছিলেন রূপঙ্কর?

ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, "কেকে দারুণ গায়ক। কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।"

দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, "আমাদের নিয়ে আপনারা এতো উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যেকোনও কেকে-র থেকে বেটার। আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More