Home> বিনোদন
Advertisement

আততায়ীর গুলিতে জখম হয়ে মৃত্যু এক সংগীত তারকার

মাত্র ২২ বছর বয়সেই প্রাণ হারালেন ক্রিস্টিনা গ্রিমি। আমেরিকান রিয়্যালিটি শো দ্য ভয়েস-এর চ্যাম্পিয়ন। অসামান্য প্রতিভাধর ভয়েস স্টার।

আততায়ীর গুলিতে জখম হয়ে মৃত্যু এক সংগীত তারকার

ওয়েব ডেস্ক : মাত্র ২২ বছর বয়সেই প্রাণ হারালেন ক্রিস্টিনা গ্রিমি। আমেরিকান রিয়্যালিটি শো দ্য ভয়েস-এর চ্যাম্পিয়ন। অসামান্য প্রতিভাধর ভয়েস স্টার।

অরল্যান্ডোর এক অডিটোরিয়া মে শো-এর শেষে অটোগ্রাফ দিচ্ছিলেন ফ্যানদের। আর সেই সময়েই আততায়ী তাঁকে গুলি করে। সঙ্গে সঙ্গে আততায়ীকে ধরে ফেলে ক্রিস্টিনার দাদা। কিন্তু আততায়ী নিজেও আত্মহত্যা করে সেই রিভলভারের গুলিতেই। মারাত্মক জখম অবস্থায় ক্রিস্টিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন প্রাণবন্ত ক্রিস্টিনা।

২০১৪-র দ্য ভয়েস প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন ক্রিস্টিনা। সেইসময় ঘটনাস্থলে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।

Read More