Home> বিনোদন
Advertisement

বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী Sneha Chatterjee

নয়া রূপে সামনে আসেন স্নেহা চট্টোপাধ্যায় 

বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী Sneha Chatterjee

নিজস্ব প্রতিবেদন: ​বেবি বাম্প নিয়ে ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। মা হওয়ার বেশ কয়েকদিন পর বেবি বাম্প নিয়ে ছবি শেয়ার করেন স্নেহা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কালো টিশার্ট পরে যখন সামনে আসেন স্নেহা চট্টোপাধ্যায়, তা দেখে অবাক হয়ে যান অনেকে। স্নেহার ওই ছবি দেখে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।

দেখুন...

fallbacks

এদিকে লকডাউনের (Lockdown) মধ্যে অন্তঃসত্ত্বা হলেও, সেই খবর প্রথমে সামনে আসতে দেননি স্নেহা চট্টোপাধ্যায়। যদিও সন্তানের জন্মের পর অনুরাগীদের সেই সুখবর দেন অভিনেত্রী নিজে। পাশাপাশি মা হওয়ার আগে যাঁরা স্নেহার পাশে থেকেছেন, তাঁকে সাহস যুগিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান অভিনেত্রী। নিজের সেই কাছের মানুষদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে পালটা পোস্ট শেয়ার করেন অভিনেত্রী।

আরও পড়ুন : 'মা অনেক সহ্য করেছেন', Saif, Amrita-র বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন Sara?

করোনার (Corona) জেরে লকডাউন শুরু হওয়ার পর থেকেই নিজেকে পরিবারের মানুষের আশপাশে রাখতে শুরু করেন স্নেহা চট্টোপাধ্যায়। তবে লকডাউন ওঠার পর, মা হয়ে স্নেহা ফের কবে থেকে শ্যুটিং শুরু করবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

Read More