Home> বিনোদন
Advertisement

এক সময়ের সন্ন্যাসিনী সোফিয়া আগের পক্ষের সন্তান নিয়েই সংসার করছেন?

এক সময়ের সন্ন্যাসিনী সোফিয়া আগের পক্ষের সন্তান নিয়েই সংসার করছেন?

ওয়েব ডেস্ক : এক সময়ের সন্ন্যাসিনী ছিলেন তিনি। মডেলিং করার পর কেন হঠাত করে সন্ন্যাসিনী হলেন, তা নিয়ে সোফিয়া হায়াতকে নিয়ে এক সময় তুমুল জল্পনা শুরু হয়। কিন্তু, হঠাত করে সন্ন্যাসিনীর বেশ ছেড়ে নতুন করে সম্পর্কে জড়ান বি টাউনের জনপ্রিয় মডেল সোফিয়া।

রোমানিয়ান বয়ফ্রেন্ড ভ্লাদকে বিয়ে করেন তিনি। চলতি বছর ২৪ এপ্রিল ভ্লাদকে বিয়ে করেন সোফিয়া। কিন্তু, ভ্লাদের প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে, জানেন? আর্থার নামে ভ্লাদের ওই প্রথম পক্ষের সন্তানকে নিয়ে বর্তমানে সংসার করছেন সোফিয়া হায়াত। সম্প্রতি স্বামী এবং সন্তানের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সোফিয়া।

এ বিষয়ে সোফিয়া বলেন, ভ্লাদ নাকি মাত্র ২১ বছর বয়সে বাবা হয়েছেন। গত সপ্তাহে ভ্লাদের প্রথম পক্ষের সন্তান আর্থারের দেখা হয়েছে তাঁর। আর্থারের সঙ্গে বেশ কিছু ভলা সময় কাটিয়েছেন বলেও জানান সোফিয়া।

দেখুন সেই ছবি..

fallbacks

Read More