Home> বিনোদন
Advertisement

প্রকাশিত হল সোহম-শুভশ্রী জুটির ‘আমার আপনজন’ ছবির ট্রেলার

প্রকাশিত হল আমার আপনজন ছবির ট্রেলার । ট্রেলার লঞ্চে হাজির টিম আমার আপনজন সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রি ও দর্শকের আপনজন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ।

প্রকাশিত হল সোহম-শুভশ্রী জুটির ‘আমার আপনজন’ ছবির ট্রেলার

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল আমার আপনজন ছবির ট্রেলার । ট্রেলার লঞ্চে হাজির টিম আমার আপনজন সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রি ও দর্শকের আপনজন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন লন্ডনের ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে করিনা কাপুর

সোহম প্রযোজিত প্রথম বাংলা ছবি আর তার ট্রেলার মুক্তিতে বাংলা ইন্ডাস্ট্রির আপনজন থাকবে না তা কি কখনও হয়? আর যেখানে সোহমের সঙ্গে তাঁর মামা ভাগ্নের সম্পর্ক। তাই ট্রেলার লঞ্চের ভারটা ছিল তাঁর কাঁধেই। তিনি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন সঞ্য় দত্তের বায়োপিক রিলিজ করার পর রণবীরের জনপ্রিয়তা বাড়বে, বললেন দিয়া মির্জা

ভালো লাগছে একই দিনে বড় দুটি ছবি মুক্তি পাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার সময় যেমন ভয়টা পেয়েছিলেন,এখন তাঁর  অবস্থা ঠিক তেমনই। জানালেন সোহম। বহুদিন পর পর্দায় সোহম-শুভশ্রী জুটি। তবে শুধু শুভশ্রী নয়, এ ছবিতে সোহমের বিপরীতে রয়েছেন আরও দুই নায়িকা প্রিয়াঙ্কা এবং ঐন্দ্রিকা। পরিচালক রাজা চন্দ আর শুভশ্রীকে পাওয়া গেল একান্তে। এছাড়াও অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। আগামী ১২ ই মে মুক্তি পাবে আমার আপনজন।

Read More