Home> বিনোদন
Advertisement

রণবীরের সঙ্গে ডেট করছেন মাহিরা, কী বললেন সলমনের এক্স?

রণবীরের সঙ্গে ডেট করছেন মাহিরা, কী বললেন সলমনের এক্স?

ওয়েব ডেস্ক : মাহিরা খানের সঙ্গে রণবীর কাপুরের ছবি প্রকাশ্যে আসতেই ফের জোর সমালোচনা শুরু হয়েছে ইন্টারনেটে। রণবীরের সঙ্গে বসে কেন সিগারেট টানছেন পাকিস্তানি অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপশি মাহিরা কেন ছোট পোশাক পরে বসেছিলেন, সে বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করে। আর এবার বিষয়টি নিয়ে মাঠে নামলেন সোমি আলি।

সলমন খানের এক্স গার্লফ্রেন্ড সোমি আলি বলেন, মাহিরা তো শুরু সিগারেট টেনেছেন, তাতে এমন কি হল? আর ওই পোশাকে মাহিরাকে আকর্ষণীয় লাগছিল। তাতে ভুল কিসে? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ঠিক। তা বলে বিষয়টিকে নিয়ে এভাবে নোংরা মন্তব্য কেন করা হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি।

গত সপ্তাহে নিউ ইয়র্কে রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় মাহিরা খানকে। দু’জনে একসঙ্গে বসে যখন সময় কাটাচ্ছিলেন, তা ফ্ল্যাশে পড়তেই জোর সমালোচনা শুরু হয়। আর আলি জাফরের পর এ বিষয়ে মুখ খোলেন সলমন খানের প্রাক্তন বান্ধবী।

Read More