Home> বিনোদন
Advertisement

অনলাইনে হেডফোন অর্ডার করে সোনাক্ষী পেলেন লোহার বাটখারা!

 পার্সেল খুললেন তখন তিনি যা দেখলেন, তা যেকেউ দেখলে চমকে যাবেন...

অনলাইনে হেডফোন অর্ডার করে সোনাক্ষী পেলেন লোহার বাটখারা!

নিজস্ব প্রতিবেদন: আমাজন. ইন থেকে একটি খ্যাতনামা সংস্থার হেডফোন অর্ডার করেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যার জন্য তিনি দিয়েছিলেন ১৮ হাজার টাকা। তাঁর অর্ডার মতো একটি বাক্স বন্দী পার্সেল এসে হাজিরও হয় অভিনেত্রীর বাড়িতে। তবে মনের আনন্দে সোনাক্ষী যখন সেই পার্সেল খুললেন তখন তিনি যা দেখলেন, তা যেকেউ দেখলে চমকে যাবেন...

বাক্স খুলে সোনাক্ষী কী দেখলেন জানেন?

দেখলেন বাক্স-বন্দী অবস্থায় এসেছে একটি ভারি লোহার বাটখারা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে দাবাং গার্লের সঙ্গে। বিরক্ত সোনাক্ষী সরাসরি আমাজন.ইনের ক্রেতা পরিষেবা দফতরে ফোন করেন, কিন্তু তিনি কোনও সাহায্যই পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। বিষয়টি টুইট করে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দেখুন কী ঘটেছে...

আরও পড়ুন-ইশা-আনন্দের বিয়ে, সেজে উঠছে আম্বানির বাড়ি আন্তিলিয়া

ক্ষিপ্ত অভিনেত্রী এই ঘটনাকে একপ্রকার চুরির ঘটনা বলেই দাবি করেছেন। 

আরও পড়ুন-জাহিরের ঘনিষ্ঠ সোনাক্ষী! কে এই জাহির?

Read More