Home> বিনোদন
Advertisement

উবর-এ উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতা সোনমের, অভিযোগ জানিয়েও মিলল না সাহায্য

অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে লন্ডনের রাস্তায়।

উবর-এ উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতা সোনমের, অভিযোগ জানিয়েও মিলল না সাহায্য

নিজস্ব প্রতিবেদন : উবর, কিংবা ট্যাক্সিতে উঠে হেনস্থার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার অপ্রকৃতস্থ উবর চালকের হাতে হেনস্থার শিকার হলেন অভিনেত্রী সোনম কাপুর। অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে লন্ডনের রাস্তায়।

আতঙ্কিত সোনম তাঁর সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। সোনম লিখেছেন, ''লন্ডনে উবরে উঠে আমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, আপনারা সকলেই সচেতন থাকুন। আমার মনে হয় পাবলিক ট্রান্সপোর্ট কিংবা ক্যাব (ট্যাক্সি) এর থেকে অনেক বেশি নিরাপদ। ''

আরও পড়ুন-ছেলেবেলা কেটেছে মুম্বইতে, পুরনো সেই বাড়িতে মায়ের জন্মদিন পালন করলেন দেব, মাকে কেকের ক্রিম লাগাতে গিয়ে জোর বকুনি খেলেন অভিনেতা

fallbacks

আরও একটি টুইটে সোনম লিখেছেন, ''উবর চালক সুস্থ অবস্থায় ছিলেন না, উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামিচি করছিলেন, আমি ভয়ে কাঁপছিলাম।''। আরও একটি টুইটে সোনম লিখেছেন, ''আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম। তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটাপে অনেক আপডেট করা প্রয়োজন। না হলে এইরকম ঘটলে কিছুই করার থাকে না। ''

fallbacks

এদিকে সোনমের এই টুইট দেখে উদ্বিগ্ন তাঁর ভক্তরাও। অনেকেই সোনমকের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন। 

আরও পড়ুন-প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী

fallbacks

গোটা ঘটনায় উবর কর্তৃপক্ষের তরফে সোনমকে টুইট করে পুরো বিষয়টি জানানো হয় ঠিকই তবে ততক্ষেণে বহু সময় কেটে গিয়েছে।

fallbacks

প্রসঙ্গত, বহুদিন হল সোনম কাপুর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই বসবাস করা শুরু করেছেন। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। তবে মাঝে মধ্যেই কর্মসূত্রে তাঁকে মুম্বইতে আসতে দেখা যায়। 

আরও পড়ুন-শ্যামল মিত্রর ছেলের অন্নপ্রাশনে হাজির মহানায়ক উত্তম কুমার, সোশ্যাল মিডিয়ায় উঠে এল ছবি

Read More