Home> বিনোদন
Advertisement

সঙ্গীত পার্টিতে মুগ্ধ করলেন সোনম

'সঙ্গীত সেরিমনি'তে সাদা পোশাকে গর্জিয়াস সোনম যেন ঝলসে উঠলেন। মুগ্ধ করলেন। আবু জানি, সন্দীপ খোসলা পোশাক, মানানসই মেকআপ আর 'স্মোকি আইস'এ সোনম যেন মোহময়ী। বুঝিয়ে দিলেন তিনিই বলিউডের ফ্যাশনিস্তা। রাঘবেন্দ্র রাঠোর ক্রিয়েশনের পোশাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল আনন্দ আহুজাকেও।

সঙ্গীত পার্টিতে মুগ্ধ করলেন সোনম

নিজস্ব প্রতিবেদন: 'সঙ্গীত সেরিমনি'তে সাদা পোশাকে গর্জিয়াস সোনম যেন ঝলসে উঠলেন। মুগ্ধ করলেন। আবু জানি, সন্দীপ খোসলা পোশাক, মানানসই মেকআপ আর 'স্মোকি আইস'এ সোনম যেন মোহময়ী। বুঝিয়ে দিলেন তিনিই বলিউডের ফ্যাশনিস্তা। রাঘবেন্দ্র রাঠোর ক্রিয়েশনের পোশাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল আনন্দ আহুজাকেও।

তবে শুধু সোনম কেন বান্দ্রার 'সঙ্গীত' পার্টিতে উপস্থিত সকলেই সাজগোজে বুঝিয়ে দিলেন কেউই কারোর থেকে কম যান না। ফ্যাশন ডিজাইনার তরুণ তেহেলানির পোশাকে মাতিয়ে দিলেন দুই শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশি। আইস ব্লু লেহেঙ্গায় বেশ সুন্দর দেখাচ্ছিল জ্যাকলিনকেও। সোনমের দুই বন্ধু মাসাবা গুপ্ত ও পরনিয়া কুরেশিও সাদা ও গোলাপী শাড়িতে মুগ্ধ করলেন।

 

তবে সোনমের সঙ্গীত পার্টিতে এসেও হাতে মেহেন্দি লাগালেন জ্যাকলিন ও স্বরা ভাস্কর। পাশে দাঁড়িয়ে তাঁদেরকে সঙ্গ দিলেন সোনম। নিজের সঙ্গীত পার্টির আনন্দে নিজেই কিছুটা নেচে নিলেন সোনম।

 
 
 
 
 

 

 

Read More