Home> বিনোদন
Advertisement

‘Indrasishকে ঠিক করে চুমু খাও’, Ranieetaকে নির্দেশ ‘বয়ফ্রেন্ড’ Souptikর

হরর থ্রিলার সিরিজের শুটিংয়ে অন্য ট্রিটমেন্ট ব্যবহার করেছেন ডেবিউ পরিচালক, বললেন ‘খেলা তো সবে শুরু’...

‘Indrasishকে ঠিক করে চুমু খাও’, Ranieetaকে নির্দেশ ‘বয়ফ্রেন্ড’ Souptikর

নিজস্ব প্রতিবেদন: পরিচালক হিসেবে ডেবিউ করছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty)। আর তাঁর ডেবিউ ওয়েব সিরিজের নায়িকা তাঁর রিয়েল লাইফ গার্লফ্রেন্ড রনিতা দাস। রনিতার (Ranieeta Dash) বিপরীতে আছেন ইন্দ্রাশিস রায়৷ রনিতারও ডেবিউ ওয়েব সিরিজ এটি। ‘খেলা শুরু’ সিরিজের টিজারের ঝলক সদ্য প্রকাশিত হল KLIKK প্ল্যাটফর্মে। 

fallbacks

পরিচালক সৌপ্তিক চক্রবর্তীর মতে 'এটি তাঁর প্রথম পরিচালনা, একটু অন্যভাবে ট্রিট করতে চেয়েছি বাংলা ছবিতে। জেন ওয়াইয়ের কথা মাথায় রেখে বানিয়েছি ছবি। ট্যুইস্ট অ্যান্ড টার্নস উপভোগ করবেন দর্শকরা, রিলেট করবেন নিজেদের সঙ্গে। কঠিন খেলা তো সবে শুরু...' 

fallbacks

আরও পড়ুন:Sreemoyee: 'বিরহ মধুর হল আজি মধুরাতে' রোহিত-শ্রীময়ীর ফুলশয্যার ঝলক প্রকাশ্যে

এই ছবিতে জুটি বেঁধেছেন ইন্দ্রাশিস রায় এবং রণিতা দাস। ইন্দ্রাশিসের মতে 'সৌপ্তিক রণিতা অনেকদিনের পরিচিত। এই প্রথম কাজ করলাম, চিত্রনাট্যতে যা পড়েছি, সেটে গিয়ে ইম্প্রোভাইজ করার সুযোগ দিয়েছে সৌপ্তিক, বেশ ভাল লাগল সেটা। কাপলকে নিয়ে গল্প, রণিতার সঙ্গেও বেশ ভাল লেগেছে প্রথমবার কাজ করে। হরর থ্রিলার বেশ ভাল লাগবে দর্শকের আশা করি। 

রণিতার চরিত্রের নাম শ্রেষ্ঠা। ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে তাঁকে। রণিতার মতে-ছবির প্রযোজকও আমি। তবে যেহেতু নতুন কাজ তাই আমি চরিত্রেই মন দিয়েছিলাম, প্রযোজনার বেশিরভাগ কাজ সৌপ্তিক সামলেছে। সব কাপলের মত এই কাপলও একই সমস্যার মধ্য়ে থাকে। তাই সবাই বেশ এনজয় করবেন।'

পরিচালকের কাছে সবচেয়ে কঠিন মুহূর্তের কথাও শেয়ার করলেন সৌপ্তিক, তিনি বলেন 'পরিচালক হিসাবে যখন মনিটারে দেখলাম রণিতা-ইন্দ্রাশিসকে কিস করছে। আমি রণিতার বয়ফ্রেন্ড সেই ভাবনাটা সরিয়ে রেখেছিলাম, তাই পেরেছি। আমি একটা সময় ওদের দৃশ্যে কেটে বলতে বাধ্য হয়েছিলাম, না এটা হচ্ছে না। নকল মনে হচ্ছে, দুজনে ঠিক করে চুমু খাও।'

fallbacks

ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে অসীম রায়চৌধুরি, রানা বসু ঠাকুর এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে। অভিনব লুকে পাওয়া গেল সুজয়প্রসাদকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More