নিজস্ব প্রতিবেদন : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান গায়ক এসপি বালাসুব্রমনিয়ামকে। বর্ষীয়ান এই গায়ককে বর্তমানে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে বলে খবর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতাল সূত্রে।
প্রসহঙ্গত গত ৫ অগাস্ট এসপি নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন। সেখানে তিনি জানান, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে চিকিতসা শুরু হয়েছে। তবে উপসর্গ খুব একটা নেই তাঁর। সেই কারণে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে গায়ক জানান। পাশাপাশি ভক্তরা যেন তাঁকে নিয়ে দুঃশ্চিন্তা না করেন, সে বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
আরও পড়ুন : আদিত্য ঠোঁটে চুম্বন, 'সড়ক টু' নিয়ে সমালোচনা শুরু হতেই নতুন ভিডিয়ো আলিয়ার
এরপর কয়েক দিন কাটতে না কাটতেই শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে এস পি বালাসুব্রমনিয়ামের। গত ১৩ অগাস্ট রাতে হাসপাতালে ভর্তি করা হয় এসপি বালাসুব্রমনিয়ামকে। বর্তমানে এস পিকে আইসিইউতে রাখা হয়েছে। সেই সঙ্গে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে হাসপাতালের তরফে।